পূর্ব ভারতের পর্যটক টানতে চায় ম্যাকাও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা তথা পূর্ব ভারত থেকে পর্যটকেরা যাতে সেখানে আরও বেশি করে বেড়াতে যান, তার জন্য ঝাঁপিয়ে পড়েছে ম্যাকাও। চিনের এই প্রদেশে ২০১২-এ ভারত থেকে প্রায় দেড় লক্ষ পর্যটক গিয়েছিলেন। কিন্তু, ভারতে ম্যাকাও পর্যটন দফতরের প্রতিনিধি সঞ্জিৎ জানান, তুলনায় পূর্ব ভারতের পর্যটকের সংখ্যা কম। অথচ বিভিন্ন সংস্থা নিয়মিত কনফারেন্সের আয়োজন করছে সেখানে। এখান থেকে সপরিবারে বর ও কনেকে নিয়ে গিয়ে বিয়েও হচ্ছে। সঞ্জিৎ বলেন, “৫০ হাজার টাকায় কলকাতা থেকে গিয়ে তিন রাত ম্যাকাও ও দু’রাত হংকঙে থাকা যাচ্ছে। বিমান ভাড়া ধরে। খাওয়ার খরচ নিজেদের।” যাত্রী টানতে কলকাতার এজেন্টদের উৎসাহ দিতে চান তাঁরা। এই শহরে এসে তাই তাঁদের নিয়ে বৈঠক করে গেল ম্যাকাও পর্যটন দফতর। |
রফতানি ৪.২৫% বাড়ল ফেব্রুয়ারিতে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ফেব্রুয়ারিতে ৪.২৫% বাড়ল রফতানি। টানা আট মাস কমার পর গত জানুয়ারিতে সামান্য বাড়ার পর ফেব্রুয়ারিতেও তা বেড়ে ছুঁয়েছে ২,৬২৬ কোটি ডলার। বাণিজ্য সচিব এস আর রাও এই পরিসংখ্যান জানিয়ে বলেন, “ইউরোপীয় অর্থনীতি এখন আগের তুলনায় ভাল অবস্থায়। সেই কারণেই ভারতের রফতানি কমার প্রবণতা থমকে গিয়েছে। রফতানিতে বিশেষ ভাবে গুরুত্ব পায় যে-সব শিল্প, সেগুলিও ভাল বাজার পেয়েছে।” এ প্রসঙ্গে তিনি ইঞ্জিনিয়ারিং এবং পরিশোধিত তেলের উল্লেখ করেন। বস্ত্র রফতানিও বেড়েছে বলে জানান তিনি। অন্য দিকে ফেব্রুয়ারিতে আমদানি ২.৬% বেড়ে হয়েছে ৪,১১৮ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১,৪৯২ কোটি, যা জানুয়ারিতে ছুঁয়েছিল প্রায় ২,০০০ কোটি ডলার। |
বারো বছরে গাড়ি বিক্রি সর্বনিম্ন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ফেব্রুয়ারিতে ২৫.৭১% কমলো দেশে যাত্রী-গাড়ি বিক্রি। ১২ বছরে যা সর্বনিম্ন। ২০০০-এর ডিসেম্বরে বিক্রি কমেছিল ৩৯.৮৬%। চড়া সুদ, জ্বালানির দাম ও ক্রেতাদের পড়তি চাহিদার কারণেই বিক্রি কমছে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। এমনকী চলতি অর্থবর্ষে ০-১% বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছোঁয়াও সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। তা হলে ২০০২-’০৩ সালের পর এই প্রথম অর্থবর্ষে বিক্রির সঙ্কোচন দেখবে দেশের গাড়ি শিল্প। সিয়ামের পরিসংখ্যান অনুসারে ফেব্রুয়ারিতে দেশে যাত্রী-গাড়ি বিক্রি হয়েছে ১,৫৮,৫১৩টি। সরাসরি বিক্রি কমেছে মারুতি-সুজুকি, হুন্ডাই মোটরস, টাটা মোটরসের মতো সংস্থার। বাণিজ্যিক গাড়ি, দ্বিচক্রযানের বিক্রিও কমেছে। সমস্ত যান মিলিয়ে বিক্রি কমেছে প্রায় ৫.৫%। দাঁড়িয়েছে ১৪,৫১,২৭৮টিতে। |
চালককে প্রহার, বাণিজ্য ব্যাহত পেট্রাপোলে
নিজস্ব সংবাদদাতা • পেট্রাপোল |
বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে ভারতে পৌঁছনো তিন বাংলাদেশি চালককে মারধর করে কয়েক হাজার টাকা লুঠের অভিযোগ উঠল। সোমবার ভোর রাতে পেট্রাপোল ওয়্যার হাউস কর্পোরেশনের ট্রাক টার্মিনাসের ঘটনা। ঘটনার প্রতিবাদে এ দিন সকালে বাংলাদেশি ট্রাক চালক ও খালাসীরা পণ্য পরিবহণের কাজ না করার সিদ্ধান্ত নেন। তার জেরে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে সকাল ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা বাণিজ্যের কাজ বন্ধ থাকে। পরে পেট্রাপোল শুল্ক দফতরের সহকারি কমিশনার সুভেন দাশগুপ্তের দফতরে বাংলাদেশি ট্রাক চালকদের সংগঠনের প্রতিনিধি ও ‘পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিদের মধ্যে বৈঠকে সমস্যা মেটে। সুভেনবাবু বলেন, “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পেট্রাপোলে সিডব্লিউসি-র ট্রাক টার্মিনাসে এখন থেকে রাতে বিএসএফ জওয়ানেরা পাহারা দেবেন।” |
জেলা পরিষদে এটিএম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ চত্বরে এটিএম চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক। এ জন্য একটি ঘর বরাদ্দ করা হয়েছে। সেখানে এখন এটিএমের পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে জোরকদমে। চলতি মাসের মধ্যেই ওই এটিএম চালু হয়ে যাবে বলে জেলা পরিষদ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ দু’তরফেই আশ্বাস দেওয়া হয়েছে। নানা ধরনের কাজ হাতে নিয়ে প্রতিদিন বহু মানুষ আসেন জেলা পরিষদে। এই চত্বরেই রয়েছে মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ, একশো দিনের কাজ প্রকল্প, সর্বশিক্ষা মিশন, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অফিস। জেলা স্বাস্থ্য দফতরের অফিসও এখানে। ফলে এই চত্বরে এটিএম হলে বহু মানুষ উপকৃত হবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসে এটিএম করতে চেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জেলা পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য জানান, চলতি মাসের মধ্যেই এই এমটিএম চালু হবে। |
বহুমুখী হিমঘর
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ছোট ও প্রান্তিক চাষিদের ছাড়ের সুবিধা দিয়ে দক্ষিণ দিনাজপুরে বেসরকারি উদ্যোগে একটি বহুমুখী হিমঘর চালু হল। সোমবার হিমঘরটির আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হয়েছে। ১৪ মাসে বালুরঘাট-গঙ্গারামপুর রাজ্য সড়কের ধারে তপনের ১৪ মাইল এলাকায় ২ একর ১৭ শতক জমির উপর হিমঘর হয়েছে। খরচ হয়েছে ১১ কোটি টাকা। জেলাশাসক এ দিন না থাকায় হিমঘরের উদ্ধোধন করেন এলাকার শিক্ষাবিদ অমল সরকার। অনুষ্ঠানে ব্যাঙ্ক আধিকারিকরা জানান, হিমঘরটিতে প্রায় ১৫ হাজার টন সবজি সংরক্ষণ করা যাবে। প্রায় দেড় লক্ষ কুইন্ট্যাল আলু সংরক্ষণের ব্যবস্থা আছে। ফল, ফুলও রাখা যাবে। হিমঘর কর্তৃপক্ষের তরফে ঈশ্বর সরকার বলেন, “বিপিএলভুক্ত চাষিদের ফসল সংরক্ষণে কুইন্টাল প্রতি ৫ টাকা ছাড় দেওয়া হবে।” দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সমবায় ভিত্তিতে একটি বহুমুখী হিমঘর বিগত কয়েক বছর ধরে চালু রয়েছে। তবে আলু ছাড়া ওই হিমঘরে সবজি সংরক্ষণ হয় না। |