বারুইপুরে বেস্কো (ফাউন্ড্রি ডিভিশন) কারখানায় অচলাবস্থা কাটল না।
কর্মী বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে কারখানা সাময়িক ভাবে বন্ধের (সাসপেনশন অফ ওয়ার্ক) নোটিস দিয়েছেন কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন সূত্রের দাবি, সমস্যার সমাধানে এ দিন শ্রমিক ও মালিকপক্ষকে বৈঠকে ডেকেছিলেন বারুইপুরের মহকুমাশাসক। কিন্তু সেখানে সিটু, আইএনটিটিইউসি ও আইএনটিইউসি নেতাদের পাশাপাশি ঠিকা ও স্থায়ী শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মালিকপক্ষ আসেননি।
যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, মহকুমাশাসকের দফতর থেকে তাঁদের কয়েক দিন পরে বৈঠক হবে বলে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি ভেবে দেখবেন। সংস্থার অন্যতম কর্তা দেবপ্রিয় মিত্র বলেন, “মহকুমশাসকের উপস্থিতিতে আগেও বৈঠক হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।”
এ দিন সকাল থেকে কারখানার দরজায় প্রায় সাড়ে চারশো শ্রমিক হাজির হন। বিভিন্ন দাবিতে মালিকপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা।
দেবপ্রিয়বাবু এ দিনও দাবি করেন, পুলিশ-প্রশাসনকে তাঁরা গোটা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “ঠিকাদার কর্মীদের যে ১৬ জনের নামের তালিকা দেওয়া হয়েছে তাঁদের কাজ থেকে সরাতে হবে। এ ছাড়া স্থানীয় স্তরে যতক্ষণ না এ নিয়ে নিশ্চিত আশ্বাস মিলছে ততক্ষণ কারখানা বন্ধই থাকবে।” সংস্থাকে বাঁচাতে উৎপাদন বৃদ্ধির ব্যাপারেও তাঁরা শ্রমিক সংগঠনের কাছথেকে নিশ্চয়তা চান।
বারুইপুরের মহকুমাশাসক পার্থ আচার্য বলেন, “বুধবার মালিকপক্ষ আসবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের দাবিদাওয়া মালিকপক্ষকে জানানো হবে। মালিকপক্ষের বক্তব্যও শোনা হবে। তারপর শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা চালানো হবে।” |