টুকরো খবর
মহিলাদের মারধরের অভিযোগ
বাড়িতে ঢুকে কয়েক জন অদিবাসী মহিলাকে মারধর ও তাঁদের শ্লীলতাহানির আভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার কলুশীর্ষা গ্রামে। অভিযোগ, রবিবার ইলামবাজারের গোপীনাথপুরে আদিবাসীদের সংগঠন গাঁওতার একটি বৈঠকে যোগ দেওয়ার আপরাধে যোগদানকারী আদিবাসীদের পরিবারগুলিতে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এক কিশোর-সহ ১১ জন জখম হয়েছে। সোমবার দুবরাজপুর থানায় অভিযোগ জানাতে এসে চুরকি হাঁসদা, মনি হাঁসদা, দিদিমণি বাস্কে, দুলি হেমব্রমরা দাবি করেন, “আমাদের বাড়ির পুরুষেরা রবিবার গাঁওতার বৈঠকে গিয়েছিলেন। সন্ধ্যার সময় যখন ওঁরা গ্রামে ফিরছেন তখনই তৃণমূল করে এমন কিছু লোক যাঁদের মধ্যে আমাদের গ্রামের কিছু আদিবাসী যুবকও ছিল, ওরা প্রথমে বোমা, পিস্তল নিয়ে দাঁড়িয়ে ছিল। পরে বাড়িতে ঢুকে আমাদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয়। আমাদের সঙ্গে অশালীন অচরণ করে ওরা।” ওই আদিবাসী সংগঠনের নেতা সুনীল সোরেনও দাবি করেন, “তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে।” মুখে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও থানায় করা অভিযোগপত্রে তৃণমূলের নাম নেই বলে দুবরাজপুর থানা সূত্রে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা শেখ গিয়াসউদ্দিনের পাল্টা দাবি, “আদিবাসীদের একটি ধর্মীয় আচার চলছিল। সেই নিয়ে ওদেরকে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠকে যখন রাজনৈতিক আলোচনা শুরু হয় তখনই অদিবাসীদের মধ্য দু’টি ভাগ হয়ে গিয়েছিল। এই ঝামেলায় তৃণমূলের কোনও যোগ নেই।” জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

দুষ্কৃতী ধরতে গিয়ে বাধা
দুষ্কৃতীদের ধরতে গিয়ে পুলিশকে হেনস্থার শিকার হতে হল বলে অভিযোগ উঠেছে সিউড়িতে। সোমবার সকাল ১০টা নাগাদ কয়েক জন দুষ্কৃতীকে ধরতে সাদা পোশাকের পুলিশের একটি দল কাঁসপাই গ্রামে যায়। ওই গ্রামের শেখ নাজির-সহ কয়েক জন দুষ্কৃতীকে পুলিশ ধরেও ফেলেন। অভিযোগ, ওই দুষ্কৃতীদের আত্মীয় ও গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর চড়াও হয়। তারা বোমাবাজি ও গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়। পরে আইসি সুমহান রায়চৌধুরীর নেতৃত্বে আরও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে আনেন। তার আগেই অবশ্য দুষ্কৃতীরা পালিয়ে যায়। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “ওই দুষ্কৃতীদের পুলিশ ধরতে গেলে তাদের লোকেরা বোমাবাজি করে। পুলিশের পক্ষ থেকে একটি ডায়েরি করা হয়েছে।”

এক রাতে তিন মন্দিরে চুরি
এক রাতে একই এলাকায় পরপর তিনটি দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটল ময়ূরেশ্বর থানার মল্লারপুরের রায়পাড়া এলাকায়। সোমবার সকালে রায়পাড়ার বাসিন্দা পরেশ রায় দেখেন বাড়ির পাশে গণেশ জননী মাতার মন্দিরের লোহার গেটের তালা ভাঙা। পরবর্তীতে ঘটনার কথা জানাজানি হতে এলাকাবাসী জানতে পারেন বিশ্বাস বাড়ির মঙ্গলচণ্ডী মায়ের নবপত্রিকার সোনার ও রুপোর গয়না চুরি গিয়েছে। তার কিছুক্ষণ পরে জানা যায়, মজুমদার বাড়ির দুর্গা মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এই চুরির ঘটনার তদন্ত চালাচ্ছে।

আমোদপুরে বিক্ষোভ
সরকারি দামে সার ও কীটনাশক সরবরাহ, সরকার নির্ধারিত দামে কৃষিজাত দ্রব্য ক্রয়-সহ কয়েক দফা দাবিতে সোমবার সাঁইথিয়া ব্লক অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল কংগ্রেস। বিডিও জাহিদ সাহুদ বলেন, “স্মারকলিপি পেয়েছি। স্থানীয়স্তরের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বাকি দাবিগুলি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.