হরিপদ সাহিত্য মন্দিরে অনুষ্ঠান। ছবি: সুজিত মাহাতো। |
শনিবার হরিপদ সাহিত্য মন্দির প্রেক্ষাগৃহে পুরুলিয়া শহরের একটি নৃত্য সংস্থার ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান হয়েছে। সেখানে আধুনিক, রবীন্দ্রনাথ, নজরুলের গানে নৃত্যের অনুষ্ঠান ছাড়াও ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একটি নৃত্যাভিনয় উপস্থাপন করেন সংস্থার শিল্পীরা। অনুষ্ঠানের পরিচালক বর্ণা গঙ্গোপাধ্যায় জানান, কয়েক বছর আগে ঝাড়খণ্ডের ধানবাদে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া অ্যাসিডে সোনালি মুখোপাধ্যায় নামে একটি মেয়ের মুখ পুড়ে যায়। এ বার নারী দিবস উপলক্ষে ওই ঘটনার নৃত্যাভিনয়ই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। মুদ্রিকা গুপ্ত, মধুমিতা সিংহ, ঈশাণী মুখোপাধ্যায়, সুস্মিতা চাকী, দেবারতি রায় প্রমুখ শিল্পীরা নজর কেড়েছেন।
|
নাটকের জন্য পদযাত্রা বিষ্ণুপুরে। ছবি: শুভ্র মিত্র। |
সংলাপ নাট্যমঞ্চ আয়োজিত ৬ মাস ব্যাপী ‘প্রতি মাসে থিয়েটারের’ সমাপ্তি অনুষ্ঠান হল রবিবার। বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে এই অনুষ্ঠান হয়। রবিবার সকালে বিষ্ণুপুর শহরে নাটকের জন্য পদযাত্রা ও বিকেলে নাটক নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটক‘তিন সত্যি’। উপস্থাপনা করে হাওড়ার পিপলস রেপারেটারি থিয়েটার।
|
বেলিয়াতোড়ের ছান্দারে চারু ও কারু শিল্প সংস্থা অভিব্যক্তির ৩৫তম প্রতিষ্ঠা দিবস উত্সব শুরু হল রবিবার। দু’দিনের এই উত্সবে ছিল বিশিষ্টদের সম্মান প্রদান, বই প্রকাশ ও স্থানীয়-বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রানুষ্ঠান ও নাটক।
|
বিষ্ণুপুরের চারু, কারু ও ভাস্কর্যের শিক্ষা প্রতিষ্ঠান ‘শিল্প নিকেতন’ সম্প্রতি সম্মান জানাল বিষ্ণুপুর ঘরানার শিল্পী সুজিত গঙ্গোপাধ্যায় ও ভাস্কর শ্যামাপ্রসাদ সাঁতরাকে। সংস্থার অধ্যক্ষ চন্দন পাল জানান, ওই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে মানবাজারে হয়ে গেল বসে আঁকো, প্রবন্ধ প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠান। দিব্যায়ণ যোগ রিসার্চ সেন্টার আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক কচিকাঁচা উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজারের বিডিও সায়ক দেব, সংস্থার প্রধান কর্তা শৈলেন মিত্র প্রমুখ।
|
পুরুলিয়া-বাঁকুড়া জেলার সীমানায় বাঁকুড়ার লছীপুর গ্রামে রবিবার থেকে ধ্রুবলাল দেশমুখ স্মৃতি কমিটির পরিচালনায় তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। ধ্রুবলালবাবু একাধারে শিক্ষক, কবি ও নাট্যকার যেমন এবং বিশিষ্ট সমাজকর্মীও ছিলেন। রবিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানে তার জীবনী নিয়ে আলোচনা, যাত্রা হাস্যকৌতুক, গান, নৃত্যনাট্য প্রভৃতি পরিবেশিত হবে।
• শিবরাত্রি উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিবনৃত্য হয়েছে। রবিবার রাতে বিদ্যাপীঠের মূল মন্দিরে এই নৃত্যে যোগ দেন বিদ্যাপীঠের ছাত্ররাই। বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ জানান, বেলুড় মঠের ঐতিহ্য মেনেই এই অনুষ্ঠান প্রতি বছর করা হয়। এটা মূলত নাচের অনুষ্ঠান। ওই দিনের অনুষ্ঠানে শিব ও নন্দী-ভৃঙ্গীর ভূমিকায় ছিল দশম শ্রেণীর ছাত্র মহম্মদ নূরজ্জামান, সুপ্রতীক কোনার এবং সৌম্যজিত্ বণিক।
|
• লিটিল ম্যাগাজিন ‘প্রতিকৃতি’র আয়োজনে রবিবার একদিনের ছোট পত্রিকা মেলা হয়ে গেল বিষ্ণুপুর পুর আবাসনে। ছোট পত্রিকা প্রদর্শনীর সঙ্গে ছিল কবিতা ও গল্প পাঠের আসরও। |