নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ফের বসন্ত উৎসবের অনুষ্ঠানের স্থান বদল করল বিশ্বভারতী। আশ্রম মাঠের পরিবর্তে এ বারে বসন্ত উৎসবের সকালের ও রাতের অনুষ্ঠান হবে পূর্বপল্লির মাঠে (পৌষ মেলার মাঠ)। সোমবার বসন্ত উৎসব নিয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। উপাচার্য বলেন, “আগামী বসন্ত উৎসবে সকাল ও রাতের অনুষ্ঠান পূর্বপল্লির মেলার মাঠে আয়োজন করা হবে। এ ছাড়া উৎসবের আগের দিন রাতে বসন্ত বন্দনার অনুষ্ঠানটি হবে মালঞ্চতে (কিঙ্কর উদ্যান)।” ২৭ মার্চ বসন্ত উৎসবের দিন রোদের তাপ থেকে রক্ষা দিতে সামিয়ানা খাটানোর চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন। ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা দিতে এবং সবরকমের বিশৃঙ্খলা এড়াতে এ বারে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বিশ্বভারতী। |
এই মাঠেই হবে উৎসব। —নিজস্ব চিত্র। |
প্রসঙ্গত, দর্শকদের ভারি ভিড়ের কথা মাথায় এ বারের বসন্ত উৎসব অন্যত্র সরানোর আবেদন আগেই জানিয়েছিল বিশ্বভারতীর বিভিন্ন সংগঠন। গত কয়েক দিন ধরে কর্মী, অধ্যাপক, আধিকারিক ও প্রাক্তনীদের সঙ্গে আলোচনার পরে সোমবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন সুশান্তবাবু। এর আগে বসন্ত উৎসব হয়েছে কখনও আম্রকুঞ্জে, কখনও গৌর প্রাঙ্গনে। ২০০৯ সালে উপাচার্য রজতকান্ত রায়ের সময় উৎশৃঙ্খল দর্শক ও উৎসবে শরিক হতে আসা অত্যুৎসাহীদের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করতেই বসন্ত উৎসবের অনুষ্ঠান গৌর প্রাঙ্গন থেকে আশ্রম মাঠে নিয়ে এসেছিল বিশ্বভারতী। কিন্তু মহিলা কর্মী ও ছাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এবং আশ্রম এলাকাকে দূষণ থেকে বাঁচাতে ফের মাঠ বদলের সিদ্ধান্ত নিল বিশ্বভারতী। আশ্রম মাঠ থেকে অনুষ্ঠান সরিয়ে নেওয়ার আরও একটি কারণ উঠে আসছে। যেহেতু আশ্রম মাঠ লাগোয়া এলাকায় ছাত্রীনিবাস ও বিশিষ্ট শিল্পীদের দুর্মূল্য শিল্পকর্মগুলি রয়েছে, তাই বসন্ত উৎসবের মতো ভিড়ে ঠাসা অনুষ্ঠান সরিয়ে নেওয়াটাই জরুরি বলে মনে করছেন বিশ্বভারতীর বর্তমান কর্তৃপক্ষ।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বসন্ত উৎসবের আগের দিন সন্ধ্যাবেলা নাট্যঘর লাগোয়া মালঞ্চ বাড়ি এলাকায় বসন্ত বন্দনার অনুষ্ঠান হবে। পরের দিন অর্থাৎ বসন্ত উৎসবের দিন কেন্দ্রীয় দফতর থেকে সকাল ৭টার সময় বেরিয়ে শোভাযাত্রা পৌঁছবে পূর্বপল্লির মাঠে মূল অনুষ্ঠান মঞ্চে। সেখানেই শুরু হবে বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় পূর্বপল্লির মাঠের অনুষ্ঠান মঞ্চেই বিশ্বভারতীর পড়ুয়ারা পরিবেশন করবেন রবীন্দ্রনাথের ‘শাপমোচন’। |