শেষ পর্যন্ত কাটোয়ার খাজুরডিহি গ্রামের মামিপাড়া প্রাথমিক স্কুল লাগোয়া ট্রান্সফর্মার সরিয়ে দিল বিদ্যুৎ দফতর। পুজোর আগে ওই ট্রান্সফর্মারের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল স্কুলেরই এক ছাত্র। এরপর থেকে গত ডিসেম্বর পর্যন্ত ওই স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। ট্রান্সফর্মার না সরানো পর্যন্ত পড়ুয়াদের স্কুলে পাঠাতে নারাজ ছিলেন অভিভাবকেরাও। তবে গত জানুয়ারি মাস থেকে স্কুলের পাশের একটি খামার বাড়িতে পঠনপাঠন চলছিল। বিদ্যুৎ দফতর সূত্রে জানা যায়, গ্রামেই অন্য জায়গায় ট্রান্সফর্মারটি সরানোর সিদ্ধান্ত আগেই হয়েছিল। কিন্তু গ্রামবাসীদের একাংশের বাধায় তা করা যাচ্ছিল না। বিদ্যুৎ বন্টন কোম্পানির কাটোয়া গ্রুপের সহকারি বাস্তুকার লাল্টু মণ্ডল বলেন, “রবিবার কাটোয়া মহকুমা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ট্রান্সফর্মারটি সরানো হয়েছে।” স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন প্রধান বলেন, “পুজোর পর থেকে স্কুলে কোনও পড়ুয়া আসেনি। সোমবার তারা আবার ক্লাস করল।” এ দিন শুধু পড়ুয়ারাই নয় স্কুলে ভিড় করেছিলেন অভিভাবকেরাও। তাঁরাই স্কুল চত্বর পরিস্কারও করে দেন।
|
বালির গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
শোকার্ত পরিবার। —নিজস্ব চিত্র। |
ক্রিকেট পিচ তৈরির জন্য অজয়ের ধার থেকে ব্যাগে করে মাটি ভরছিলেন তিন বন্ধু। তখনই একটি বালির গাড়ির ধাক্কায় মারা যায় ১১ বছরের সাদিন শেখ। সোমবার ঘটনাটি ঘটেছে কাটোয়ার কেশিয়ার কাছে অজয়ের ধারে। সাদিন শেখের বাড়িও কেশিয়াতে। পুলিশ জানায়, সাদিন ও তার দুই বন্ধু অজয়ের ধারে যে জমি থেকে মাটি নিচ্ছিল তার কাছেই রয়েছে কেতুগ্রাম ২ বিএলএলআরও দফতরের অধীনে বালির ঘাট। এই বালির ঘাটে আসা ট্রলি সমেত একটি ট্রাক্টরের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়। ঘটনার পরে উত্তেজনা ছড়ায় এলাকাতেও। কাটোয়ার সিআই শচীন্দ্রনাথ পোড়িয়া, ওসি সনৎ দাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ওই গাড়িটিকে আটক করেছে তবে চালক পলাতক।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেয়ের সঙ্গে নাটক দেখে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার রাতের ঘটনা। ওই বৃদ্ধার নাম ইলা ভট্টাচার্য (৬৭)। বাড়ি মালদার ফুলবাড়িতে। খাদ্য দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ইলাদেবী বর্ধমানের গ্রিনর্পাকে তাঁর মেয়ে বীনাপানি চট্টোপাধ্যায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রবিবার বর্ধমানের সংস্কৃতি হলে নাটক দেখে ফেরার পথে জিটিরোডের ভাঙাকুঠিতে তাঁদের রিক্সায় একটি গাড়ি ধাক্কা মারে। মাথায় আঘাত পান ইলাদেবী। হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। তাঁর মেয়ে ও রিক্সাচালককে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
ট্রেন থামানোর দাবি মানকরে
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
অগ্নিবীণা এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন মানকর স্টেশনে থামানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরীকে চিঠি পাঠাল মানকর অঞ্চল কংগ্রেস কমিটি। কমিটির সভাপতি জয়গোপাল দে জানান, গলসী ১ ব্লক ও আউশগ্রাম ২ ব্লকের প্রায় ১৫০টি গ্রাম এই স্টেশনে নির্ভরশীল। এলাকার অনেককেই কর্মসূত্রে বা নানা প্রয়োজনে প্রত্যেকদিন কলকাতা বা বর্ধমানে যাতায়াত করতে হয়। কিন্তু দু’একটি এক্সপ্রেস ট্রেন ছাড়া আর কোনও মেল বা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়। তাই তাঁদের আর্জি, আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ও হুল এক্সপ্রেস মানকর স্টেশনে দাঁড়ালে নিত্য যাত্রীদেরদের খুবই উপকার হয়।
|
ভুল জায়গায় পৌঁছল প্রশ্নপত্র
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পরীক্ষা শুরুর চার দিন আগে ভুল জায়গায় চলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। ১৩ মার্চ শুরু হচ্ছে পরীক্ষা। তার আগে ৭ মার্চ, বৃহস্পতিবার বর্ধমানের গলসি এলাকার বনসুজাপুর উচ্চবিদ্যালয়ের প্রশ্নপত্র গিয়ে পৌঁছল পূর্বস্থলী থানায়। তবে তার সিল খোলা হয়নি। সোমবার বিষয়টি মহকুমাশাসক শশাঙ্ক শেঠিকে জানায় পুলিশ। তিনি মহকুমা স্কুল পরিদর্শক বীথিকা ভট্টার্চাযকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, গলসির বনসুজাপুর উচ্চবিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের আসন পড়েছে। পূর্বস্থলীর কুলকামিনী উচ্চবিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রের সঙ্গে পূর্বস্থলী থানায় এসে পড়েছে সেই স্কুলের প্রশ্নপত্র। বীথিকা দেবী জানান, উচ্চমাধ্যমিক সংসদ ও প্রাথমিক শিক্ষা সংসদের সঙ্গে তিনি কথা বলেছেন। গলসি থানার পুলিশ পূর্বস্থলী থানায় এসে বনসুজাপুরের স্কুলের প্রশ্নপত্র নিয়ে যাবে। |
রেল আবাসন থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার কাটোয়া রেল আবাসন থেকে নয়ন ঘোষ (২৭) নামে ওই কর্মীর দেহ মেলে। তিনি রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন। বাড়ি বীরভূমের রামপুরহাটে। তিন মাস আগে পারুলিয়ায় তাঁর বিয়ে হয়। পুলিশের অনুমান, পারিবারিক বিবাদে আত্মঘাতী হন ওই ব্যক্তি। |