প্রাথমিক স্কুল গ্রামের এক প্রান্তে হওয়ায় অনেক পরিবারই শিশুকে সেখানে পাঠাতে চান না। এই সমস্যা দূর করতে স্কুলকে একটি সাইকেল ভ্যান দিল কালনার হাতিপোতা গ্রামের দেবদাস স্মৃতি সঙ্ঘ। বাড়ি বাড়ি গিয়ে ওই পড়ুয়াদের স্কুলে নিয়ে আসবে ভ্যানটি। ভ্যানচালকের মাসিক টাকা মেটানোর দায়িত্ব নিয়েছে ক্লাবই।
নান্দাই পঞ্চায়েতের এই গ্রামের এক প্রান্তে রয়েছে হাতিপোতা প্রাথমিক বিদ্যালয়। সেখানে এখন পড়ুয়া সংখ্যা ১০৪। রয়েছেন দুই শিক্ষক ও এক শিক্ষিকা। বাসিন্দাদের দাবি, সরকারি এই স্কুলটি গ্রামের প্রান্তে থাকায় অনেক অভিভাবকই শিশুদের হাঁটা পথে স্কুলে পাঠাতে চান না। বদলে গাড়িতে করে বেসরকারি স্কুলে পাঠান। |
ভ্যান দেখতে ভিড় খুদেদের। —নিজস্ব চিত্র। |
গ্রামবাসীর দাবি, গত কয়েক বছর ধরে এই প্রবণতা বাড়ছে। এর সঙ্গে স্কুলছুটের সংখ্যাও বাড়ছে। এই দুই সমস্যা মেটাতেই গ্রামবাসীদের নিয়ে গড়া দেবদাস স্মৃতি সঙ্ঘ উদ্যোগী হয়ে সাইকেল ভ্যানের ব্যবস্থা করেছে। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, পড়ুয়াদের বাড়ি থেকে আনতে প্রয়োজনে একাধিক বার গ্রামে ঘুরবে ভ্যানটি। ক্লাবের সম্পাদক আর্জেদ শেখ বলেন, “গ্রামের বেশির ভাগ মানুষই ছোট চাষি ও খেতমজুর। তাঁরাও অনেকেই আমাদের ক্লাবের সদস্য। চাঁদা তুলে ভ্যানটি কেনা হয়েছে। ক্লাবের তহবিল থেকেই চালককে টাকা দেওয়া হবে।”
এ দিন স্কুলে সর্বশিক্ষা অভিযানের টাকায় গড়া একটি ভবনের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানেই ক্লাবের তরফে স্কুলকে ভ্যানটি দেওয়া হয়। কালনা পূর্ব চক্রের স্কুল পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায় বলেন, “সরকারি স্কুলের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করতে গ্রামের ক্লাবের এমন উদ্যোগ প্রশংসনীয়।” |