আজকের শিরোনাম
রাজ্য বাজেট ২০১৩-১৪
আজ রাজ্যের ২০১৩-১৪ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। এটি তাঁর দ্বিতীয় বাজেট পরিবেশন। আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে বেশ কয়েকটি গ্রামীণ উন্নয়ণ প্রকল্পের ঘোষণা করলেন তিনি।

শুরুর বক্তব্য
• পশ্চিমবঙ্গে ২০১২-১৩ আর্থিক বছরে শিল্প বৃদ্ধির হার ৬.২ শতাংশ।
• ২০১২-১৩ আর্থিক বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার কোটি টাকা। বছরের শেষে এই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাবে। প্রায় ৩২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আশা।
• এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা ১৮ থেকে ৪৫ বছর বয়সী ১ লক্ষ প্রার্থীদের মাসিক ১৫,০০ টাকা মাসিক ভাতা দেবে রাজ্য সরকার।
• পঞ্চায়েত এলাকায় ৩ হাজার কিলোমিটার রাস্তা নির্মানের পরিকল্পনা।
• রফতানিতে উত্সাহ দিতে কর ফেরতের ক্ষেত্রে পদ্ধতি সরল করা হচ্ছে।
• অব্যবহৃত জমির বাণিজ্যিক ব্যবহারে উদ্যোগী হবে রাজ্য সরকার।
• রাজ্যের মত্স্যজীবীদের বায়োমেট্রিক পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
• ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড় দেওয়া হবে।
• আগামী বছরে রাজ্যের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ১৩ লক্ষ।

কোন খাতে কত বরাদ্দ হয়েছে—
• কৃষি দফতর: ৮৮৫ কোটি টাকা।
• কৃষি বিপণন: ১৮৫ কোটি টাকা।
• ক্ষুদ্র শিল্প: ২২৬ কোটি টাকা।
• বৃহত্ শিল্প: ৫৪০ কোটি টাকা।
• তথ্য প্রযুক্তি: ১১৩ কোটি টাকা।
• সংখ্যালঘু উন্নয়ণ: ৮৫৯ কোটি টাকা।
• তপশিলি শিক্ষা খাত: ৩২০৩ কোটি টাকা।
• উচ্চশিক্ষা: ২৭০ কোটি টাকা।
• স্বাস্থ্য খাত: ১২৬০ কোটি টাকা।
• গ্রামীণ উন্নয়ণ: ২৯৯০ কোটি টাকা।
• ভূমি ও ভূমি সংস্কার: ৮০ কোটি টাকা।
• পূর্ত দফতর: ৮৯৫.৪৩ কোটি টাকা।
• পরিবহণ: ৩৮০ কোটি টাকা।

বিভিন্ন খাতে আয়

• বিক্রয় কর: ২২,৭৮৫ কোটি টাকা।
• স্ট্যাম্প ডিউটি: ৪,৫০০ কোটি টাকা।
• বিদ্যুত্ কর: ১,৩৮০ কোটি টাকা।
• কেন্দ্রীয় কর: ২৫,২৭৯ কোটি টাকা।
• আবগারি কর: ৩২০২ কোটি টাকা।
• কেন্দ্রীয় অনুদান: ২১,৫৯৩ কোটি টাকা।
• কর বহির্ভূত আয়: ১,৭৫৬ কোটি টাকা।
• বিভিন্ন ঋণ: ২২,৫৯৬ কোটি টাকা।
রাজ্যের মোট আয়: ১,১০,৭৯৯ কোটি টাকা।

দিল্লি গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত আত্মঘাতী
রাম সিংহ
দিল্লিতে বাসে গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত রাম সিংহ আত্মঘাতী। আজ সকাল পাঁচটা নাগাদ এক রক্ষী জেলের ৩ নম্বর ব্যারাকে বাসচালক রাম সিংহকে ঝুলন্ত অবস্থায় দেখেন। জেল আধিকারিকরা জানিয়েছেন, নিজের পরনের কাপড় দিয়ে তিহাড় জেলের মধ্যেই আত্মহত্যা করে সে। আজ তাকে আদালতে পেশ করার কথা ছিল। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে বলে জানা গিয়েছে। রাম সিংহের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দীনদয়াল হাসপাতালে। ইতিমধ্যেই জেলে পৌঁছেছে ফরেন্সিক দল। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জেলরক্ষীদের সঙ্গে অন্যান্য অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিহাড় জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বাকি বন্দিরা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ব্যঙ্গ-বিদ্রূপ করত। তাই তাদের ৫ জনকে আলাদা সেলে ‘সুইসাইড ওয়াচ’-এ রাখা হয়েছিল। আজকের এই ঘটনার পর তিহাড় জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অন্য দিকে, অভিযুক্ত রাম সিংহের মৃত্যুর ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তার আইনজীবী।

দলের শৃঙ্খলাভঙ্গ, সাসপেন্ড ৪ অস্ট্রেলীয় ক্রিকেটার
দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার ক্রিকেটারকে সাসপেন্ড করল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। এঁরা হলেন— মিচেল জনসন, শেন ওয়াটসন, জেমস প্যাটিনসন ও উসমান খোয়াজা। ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্টে হেরে অস্ট্রেলীয় দলের ‘শিয়রে সংক্রান্তি’। মনে করা হচ্ছে, এই হারের কারণ অনুসন্ধানে ১৬-সদস্য দলের প্রত্যেককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল বোর্ডের কাছে। দলের মনোবল ও আসন্ন টেস্টের রণনীতি কি হবে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এই চার ক্রিকেটার তা লিখিতভাবে জানাতে ব্যর্থ হন।
ওয়াটসন প্যাটিনসন জনসন খোয়াজা
একেই ২-০ তে পিছিয়ে থাকা, তার উপর চার ক্রিকেটারের সাসপেন্ড ক্রিকেটমহলে সাড়া ফেলে দিয়েছে। অজিদের কাছে তৃতীয় টেস্ট মরণ-বাঁচনের লড়াই। আর এই কঠিন সময়ে বিশেষত দুই প্রধান খেলোয়াড়—ওয়াটসন ও প্যাটিনসন বাদ পড়ায় অজিরা বেশ চাপের মুখে থাকবে বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।
তৃতীয় টেস্টের সম্ভাব্য ১২ জন—মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ফিলিপ হিউজেস, মোজেস এনরিকে, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, পিটার সিডল, মিচেল স্টার্ক, জেভিয়ের ডোহার্টি, নাথান লিয়ঁ, ব্র্যাড হাডিন।

সিঙ্গুরে যুবকের রহস্যজনক মৃত্যু
এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল সিঙ্গুরে। মৃতের নাম দিব্যেন্দু ঘোষ। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। সিঙ্গুরের স্কুল মোড়ে ওই যুবকের একটি হোটেল আছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন রাত ১২ নাগাদ তিনি হোটেল বন্ধ করে বাড়িতে ফিরতেন। গত রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। দোকান থেকে বেশ কিছু দূরে রাস্তার পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন কয়েক জন বাসিন্দা। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। যুবকের মৃতদেহ আটকে রেখে বাসিন্দারা পুলিশ কুকুর নিয়ে তদন্তের দাবি জানান। পুলিশ সূত্রে খবর, যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া গেলে খুন না দুর্ঘটনা তা নিয়ে স্পষ্ট কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

দুই জেলায় মহিলার শ্লীলতাহানি
রাস্তায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কাশীপুর থানা এলাকায়। মহিলার অভিযোগ গত পরশু তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় শেখ ইকবাল নামে এক ব্যক্তি তাঁকে বারবার বিরক্ত করতে থাকে। তাঁকে উদ্দেশ্য করে কটূক্তিও করে। তাঁর অভিযোগের ভিত্তিতে গত রাতে পুলিশ ইকবালকে গ্রেফতার করে। আজ তাঁকে শিয়ালদহ কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।
অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শিক্ষক কানাইলাল জানা কাঁথি মহকুমা হাসপাতালে ঠিকাদারের কাজও করতেন। তাঁর অধীনে কয়েক জন মহিলা কাজ করতেন। জানা গিয়েছে, গত কাল তাঁদেরই মধ্যে এক মহিলা কাজের টাকা চাইতে গেলে ওই শিক্ষক হাসপাতালের মধ্যেই তাঁকে ব্যাপক মারধর করে একটি ঘরের মধ্যে আটকে রেখে দেন। মহিলার শাড়ি ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে কানাইলালের বিরুদ্ধে। আজ সকালে শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বিধায়ক দিব্যেন্দু অধিকারি।

দুই জেলায় পথ দুর্ঘটনা, মৃত ১
পূর্ব মেদিনীপুরের মারিশদায় ট্রাক ও ট্রেকারের সংঘর্ষে মৃত্যু হল ১ ব্যক্তির। মৃতের নাম বীরেন সাউ। আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
অন্য দিকে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় আহত ৫। এঁরা প্রত্যেকেই গাড়ির যাত্রী বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.