টুকরো খবর
দু’টি সেতুর শিলান্যাস
বরাহনগর ও দক্ষিণ দমদম পুরসভা এলাকায় বাগজোলা খালের উপরে কাঠের সেতুর বদলে এক লেনের পাকা সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সেচ ও জলপথ দফতর। বরাহনগর কালীমাতা কলোনি সেতুর জন্য ৮৭ লক্ষ ৩১ হাজার ৬৯৮ টাকা এবং দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া সেতুর জন্য ১ কোটি ৮ লক্ষ ২৫ হাজার ২২২ টাকা বরাদ্দ হয়েছে। প্রশাসনের দাবি, সেতু হলে বরাহনগর ও দক্ষিণ দমদমের বাসিন্দারা উপকৃত হবেন।
শনিবার দু’টি অনুষ্ঠান করে ওই প্রকল্প দু’টির শিলান্যাস করেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ছিলেন ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায় ও সুজিত বসু। সেচমন্ত্রী জানান, উত্তর ২৪ পরগনার নিকাশি উন্নয়নে ৬৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নিকাশি নালা তৈরি, খাল সংস্কারের পাশাপাশি পাকা সেতুও তৈরি হবে। আপার বাগজোলার ৭০ শতাংশ পলি তোলা হয়ে গিয়েছে। এখন সৌন্দর্যায়ন ও অন্য কাজ হবে। লোয়ার বাগজোলার জন্য আগামী আর্থিক বছরে ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। মন্ত্রী বলেন, “কেন্দ্রের সহযোগিতা পাচ্ছি না। আর্থিক দেনার মধ্যেও কাজ করার চেষ্টা করছি। রাজ্যে সেচ দফতরের কাজের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”

অসংগঠিত ক্ষেত্রের জন্য শ্রম-শিবির
সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ দিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য শিবির খুলে নাম নথিভুক্তির ব্যবস্থা করল শ্রম দফতর। বেলগাছিয়ায় আশুবাবুর বাজারে রবিবার অসংগঠিত ক্ষেত্র এবং নির্মাণ শ্রমিকদের জন্য নাম নথিভুক্তির এমনই একটি শিবিরের ব্যবস্থা হয়েছিল। যার দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিতান দে ও পার্থ বিশ্বাস। শ্রম দফতর সূত্রের বক্তব্য, এই রকম শিবিরে শ্রমিকদের সাড়া মিলছে ভালই। বেলগাছিয়ায় এ দিনের শিবিরের উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মালা সাহা, কলকাতা পুরসভার ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা এবং স্থানীয় কাউন্সিলর।

যুবক খুনে ধৃত দুষ্কৃতী
ঠিক এক মাস আগে লালবাজারের অদূরে যুবক খুনের ঘটনায় রবিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম ইমরান আলম ওরফে আদনান। তার বাড়ি কলুটোলায়। গত ১০ ফেব্রুয়ারি লালবাজারের কাছে মহম্মদ হাসিম ওরফে বাচ্চা কাল্লু (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়। পরের দিন মেডিক্যালে মারা যান তিনি। হেয়ার স্ট্রিট থানার সঙ্গে লালবাজারের গুন্ডা দমন শাখাও তদন্তে নামে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদে আদনানের নাম উঠে আসে। ঘটনার পর থেকে পলাতক আদনানকে এ দিন সকালে মদনমোহন বর্মন স্ট্রিট ও কলেজ স্ট্রিটের মোড়ে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরার পরে তদন্তকারীরা জানান, পুরনো শত্রুতার জেরেই এই খুন। এ দিন আদনানকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ পরিচয়ে কেপমারি
লেক টাউন এলাকায় পুলিশ বলে নিজেদের পরিচয় দিয়ে এক মহিলার সোনার গয়না নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। পুলিশ জানায়, সাবিত্রী দেবী বর্মা নামে এক মহিলা রবিবার সকালে মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝপথে তিনটি লোক নিজেদের পুলিশ বলে দাবি করে তাঁকে পরামর্শ দেয়, ‘‘দিনকাল খারাপ। গয়না খুলে রাখুন।’’ মহিলা গায়ের সব গয়না খুলে রুমালে বেঁধে ওই তিন জনের কাছে রাখতে দেন। মহিলার অভিযোগ, বাড়ি ফিরে তিনি দেখেন, রুমাল ফাঁকা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাশ করানোর দাবিতে অনশন
পাশ করানোর দাবিতে স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাওয়ের ঘটনা ঘটছে কিছু দিন ধরে। তবে এ বার আর ঘেরাও নয়, অনশনে বসলেন অকৃতকার্য ছাত্রছাত্রীরা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজে। অনশনকারীদের দাবি, দ্বিতীয় বর্ষের টেস্টে ফেল করা ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দিতে হবে। এ দিন দুপুরের পরে বিএ, বিকম এবং বিএসসি-র অন্তত ৫৫ জন ছাত্রছাত্রী কলেজের বাইরে অনশনে বসেন। তাঁদের অভিযোগ, পরীক্ষার আগে পাশ-ফেল নিয়ে কলেজ-কর্তৃপক্ষ কোনও রকম নোটিস দেননি। কলেজের অধ্যক্ষ সুবীরকুমার দত্ত বলেন, “আমার কাছে পড়ুয়ারা কোনও স্মারকলিপি দেয়নি।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.