জমি নিয়ে পারিবারিক বিবাদে বাড়ি ভাঙচুর-সহ পরিবারের ৫ জনকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএম ও কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মালদহের রতুয়ার কামডোল এলাকায় শনিবার দুপুরের ঘটনা। আহতদের মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত পর্যন্ত পুলিশে অভিযোগ জানানো না হলেও রাতে ওই এলাকায় যান মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায়। পুলিশ সুপার বলেন, “সব খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সাইদুর রহমানের পরিবার মাস ছয়েক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। কংগ্রেসে থাকার সময় সিপিএম কর্মী আলাউদ্দিনের সঙ্গে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল। কংগ্রেস ছাড়ায় ওই পরিবারের প্রতি ক্ষোভ ছিল স্থানীয় কংগ্রেস নেতৃত্বেরও। পুলিশ জানায়, এ দিন কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে সাইদুর রহমানের বাড়িতে হামলা চালায়। পাশাপাশি বাড়ি লাগোয়া খড়ের গাদায়ও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মারধরে আহত আনেশুরের স্ত্রী মেনকা বিবি বলেন, “আলাউদ্দিন আমার দেওর। তার সঙ্গে কংগ্রেস জোট বেঁধে হামলা করেছে।” যদিও জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক মোস্তাক আলম ও সিপিএমের জেলা কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, “পারিবারিক বিবাদে তৃনমূল অযথা রাজনীতির রঙ চড়াচ্ছে।” যদিও নারী ও সমাজকল্যান মন্ত্রী তথা জেলা তৃনমূল সভানেত্রী সাবিত্রী মিত্র বলেছেন, “দুই দলেরই পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে সন্ত্রাসের পথ ধরেছে।” |