বেতন কাটা নিয়ে বিবাদের জেরে স্কুলের পরিচালন সমিতির সম্পাদককে বলপেন দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরের মশালদহ গতপতরায় হাই স্কুলে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ওই প্রধান শিক্ষক তৃনমূলের শিক্ষা সেলের জেলা উপদেষ্টা কমিটির সদস্য। স্কুল চলাকালীন ওই ঘটনার জেরে ছাত্র-শিক্ষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত সম্পাদক সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে এলাকায় পরিচিত। তাঁকে মালদহ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে রাত পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “স্কুলে গোলমালের ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের শিক্ষকেরা পরীক্ষার সময় ছুটি পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ছেলে-মেয়ের পরীক্ষা থাকায় পরীক্ষার সময় ছুটি নিয়েছিলেন স্কুলের এক শিক্ষক ও মেট্রন। পরীক্ষার সময় গরহাজিরার দিনগুলিতে ওই দুজনের বেতন কাটা হয়েছে বলে একটি চিঠি লিখে তাতে সম্পাদককে স্বাক্ষর করতে বলেন প্রধান শিক্ষক। কিন্তু পরিচালন সমিতির সভা ছাড়াই প্রধান শিক্ষক কীভাবে একা সিদ্ধান্ত নিলেন তা জানতে চাইতেই গোলমাল শুরু হয়। |