টুকরো খবর |
প্রকল্পের টাকায় ভাগ বসিয়ে কাঠগড়ায় নেতা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ইন্দিরা আবাস যোজনার টাকা পেলে তা থেকে ‘পার্টি ফান্ডে’ দু’হাজার বাধ্যতামূলক। এমনই ফতোয়া জারির অভিযোগ উঠেছে আরএসপি’র এক নেতার বিরুদ্ধে। তবে বিষয়টি জানাজানি হওয়ায় পিছু হঠে গ্রাম উন্নয়ন কমিটির সচিব তথা আরএসপি নেতা নূরজামান মন্ডল বলছেন, “পার্টি ফান্ডে চাঁদা চেয়েছিলাম। তা বলে প্রকল্পের টাকায় ভাগ বসানোর অভিযোগ মিথ্যে।” শনিবার দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধলপাড়া পঞ্চায়েতের কালিকাপুর এলাকার ঘটনা। অভিযুক্ত স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির সচিব তথা আরএসপি নেতা নূরজামান মন্ডলের বিরুদ্ধে হিলি থানায় এবং বিডিও’র কাছে অভিযোগ করেন উপভোক্তা জায়রা বিবি এবং সাজ্জাক প্রামাণিক। তাঁদের অভিযোগ, ব্যাঙ্ক থেকে ইন্দিরা আবাসের প্রথম কিস্তির ২২,৫০০ টাকা তুলতে গেলে অভিযুক্ত গ্রাম উন্নয়ন কমিটির সচিব দু’হাজার টাকা করে না দিলে উপভোক্তার তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকি দেয়। তাই টাকা দিতে হয়েছে। বিডিও মতিয়াস লেপচা বলেন, “পুলিশকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।” আরএসপি’র হিলি জোনাল কমিটির সম্পাদক রথীন সরকারের অভিযোগ, “পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল মিথ্যা মামলা করে দলীয় নেতাদের ফাঁসানোর চেষ্টা করছে।”
|
সরকারি অনুষ্ঠানে ‘দলতন্ত্র’, নালিশ দীপার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সরকারি অনুষ্ঠানে ফের ‘দলতন্ত্র কায়েম’ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাগঞ্জের ছত্রপুরে একটি মডেল স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এই অভিযোগ তুললেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ও রায়গঞ্জের কংগ্রেস সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। এ দিন জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের উদ্যোগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে রায়গঞ্জ ব্লকের প্রায় দেড় হাজার উদ্বাস্তুকে পাট্টা বিলি করা হয়। ছিলেন রাজ্যের পরিষদীয় সচিব তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য। বিধায়ক মোহিতবাবু বলেন, “রায়গঞ্জের বিধায়ক হলেও তৃণমূল নেতাদের নির্দেশে আমাকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারি অনুষ্ঠান নিয়ে দলবাজি হচ্ছে।” অমলবাবু বলেন, “রাজ্য সরকারই ঠিক করে দিয়েছে পাট্টা বিলির অনুষ্ঠানে কারা থাকবেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মোহিতবাবুকে কেন আমন্ত্রণ জানানো হল না তা খতিয়ে দেখছি। আর দলবাজি হলে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডাকা হত না।”
|
ছিনতাইয়ে বাধা, গুলি
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
গয়নার ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিতে না পেরে শূন্যে গুলি করে পালাল তিন বাইক আরোহী দুষ্কৃতী। শুক্রবার রাতে ধূপগুড়ি থানার গোবিন্দপল্লিতে ঘটনাটি ঘটে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি অবশ্য ঘটনার পিছনে ওই ব্যবসায়ীর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, “গুলি চালানো নিয়ে সন্দেহ রয়েছে। ধূপগুড়ি থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” ওই ব্যবসায়ী জানান, মসল্লাপট্টিতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। গোবিন্দপল্লিতে ঢোকার মুখে একটি বাইক তাড়া করে। এক দুষ্কৃতী ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। তাতে ওই ব্যবসায়ী পড়ে যান। তাঁর চিত্কারে লোকজন ছুটে আসায় দুষ্কৃতীরা শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে পালায়।
|
বিক্ষোভে তৃণমূল, কাজ গুটোচ্ছে ইতালিয় সংস্থা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ মেলেনি। তারই প্রতিবাদে চার লেনের মহাসড়ক তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার ডুয়ার্সের বারবিশা এলাকায় আন্দোলনকারী ব্যবসায়ীদের নৈতিক সমর্থন জানিয়েছে শাসক দল তৃণমূলও। ফলে ওই মহাসড়ক তৈরির বরাত পাওয়া ইতালিয় ঠিকাদার সংস্থা তাদের কাজ গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ওই সংস্থার ম্যানেজার সাকসিথ সুয়ান্না গার্দ সাংবাদিক বৈঠক ডেকে শনিবার বলেন, “আমাদের ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আন্দোলনের জেরে বাকি কাজ থমকে রয়েছে। আমরা জেলাশাসককে চিঠি দিয়েছি। দ্রুত সমস্যা না মিটলে আমরা কাজ অসমাপ্ত রেখে চলে যেতে বাধ্য হব।” জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র জানান, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। তিনি বলেন, “শীঘ্রই টাকা আসবে। ক্ষতিপূরণও দেওয়া হবে। কাজ করতে যাতে কোন সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে।” ২০০৬ সালে ৩১-সি জাতীয় সড়কের চৌপথী-বারবিশা হয়ে অসম পর্যন্ত প্রায় ২৭ কিমি রাস্তা নির্মাণের বরাত পায় ওই সংস্থা। খরচ ধরা হয় ২২২ কোটি। তিন বছরের মধ্যে ওই রাস্তা নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। জমি অধিগ্রহণের সমস্যার জন্য ৭ বছর পেরিয়ে গেলেও রাস্তার কাজ শেষ হয়নি।
|
আদিবাসী মহিলা খুন মহম্মদবাজারে
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থাতেই রহস্যজনক ভাবে খুন হলেন এক আদিবাসী মহিলা। শুক্রবার রাতে বীরভূমের মহম্মদবাজারের জেঠিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জবা মুর্মু (৪৫)। তাঁর বাড়ি ওই গ্রামেরই সূর্যপাড়ায়। বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “খুনের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির বারান্দায় একটি খাটিয়াতে স্বামী-স্ত্রী ঘুমোচ্ছিলেন। জবাদেবী স্বামী গেদাই মুর্মুর দাবি, “রাত সাড়ে ৯টা নাগাদ স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যায়। দেখি স্ত্রী গলা কাটা অবস্থায় ছটফট করছে। এক জন লোককে ছুটে পালাতে দেখি।” লোকটির পিছু ধাওয়া করেও তাঁকে ধরতে পারেননি বলে গেদাইবাবুর দাবি। খবর পেয়ে পুলিশ অ্যাম্বুল্যান্স নিয়ে জবাদেবীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। নিহত জবাদেবীকে অতীতে ‘ডাইনি’ অপবাদ দেওয়া হয়েছিল। তার সঙ্গে এই খুনের কোনও যোগ আছে কিনা তা নিয়ে পুলিশও ধন্দে।
|
মিলল পরিচয়
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দুই আগে চিলাপাতা জঙ্গলে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মৃতদেহের পরিচয় মিলল। গত বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতদেহটি ছাত্র পরিষদের কোচবিহার শহর কমিটির প্রাক্তন সভাপতির। হাঁসিমারা ফাঁড়ির ওসি বিভূতিভূষণ বর্মন জানান, মৃতদেহটি কোচবিহারের সুভাষপল্লির বাসিন্দা রাজা দত্তের (৩২)। চিলাপাতা-হাঁসিমারা সড়কের ধারে বানিয়া নদীর পাশে দেহটি পাওয়া যায়। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিল। কোচবিহারের ছাত্র পরিষদের নেতা রাকেশ চৌধুরী বলেন, “রাজা দত্ত যুব কংগ্রেসের সাথে যুক্ত। তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।”
|
অশালীন আচরণ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। শনিবার কোচবিহার কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকার ঘটনা। পুলিশ জানায়, ওই যুবকের নাম নির্মল রাজভর। সকালে দশম শ্রেণির চার পড়ুয়া একসঙ্গে বাড়ি ফিরছিল। ঘুঘুমারি বাজারের কাছে আসতেই তাদের মধ্যে এক ছাত্রীর সঙ্গে ওই যুবক অশালীন আচরণ করে বলে অভিযোগ। বাসিন্দারা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানায়।
|
পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আগ্নেয়াস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলা চালানোয় এক যুবককে ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার সকালে আলিপুরদুয়ারের শালকুমার হাটের ঘটনা। ওই দিন স্ত্রীর উপর চড়াও হওয়ার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে আসেন ২৪ পরগনার বাসিন্দা রতন বিশ্বাস। এলাকার মহিলারাই রতনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। আলিপুরদুয়ার থানার পুলিশ জানায়, রতন আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তা দেখা হচ্ছে।
|
দুই বোন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
অসমের নিখোঁজ যমজ বোনকে তুফানগঞ্জ থেকে উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে দুই বোনকে অপহরণে অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতার করা হয়েছে। শনিবার তুফানগঞ্জের কৃষ্ণপুর ও ধলপল এলাকার ঘটনা। পুলিশ জানায়, ওই দুই কিশোরীর বাড়ি বরপেটার গোবিন্দপুরে। গত ৬ মার্চ থেকে দু’জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অসম ও কোচবিহার পুলিশ বরপেটার ইদ্রিস আলি ও রবিউল ইসলামকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে বলে জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানিয়েছেন।
|
স্কুলের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জের ছত্রপুরে একটি ইংরেজি মাধ্যম মডেল স্কুলের শিলান্যাস করলেন কংগ্রেস সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। কেন্দ্রের ব্যাকওয়ার্ড রিলিজন গ্রান্ট ফান্ডের আর্থিক সাহায্যে আগামী দু’বছরের মধ্যে ওই স্কুল তৈরি হবে। স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা থাকবে।
|
শ্বাসরোধে খুন
নিজেস্ব সংবাদদাতা • চাঁচল |
স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ধরা পড়লেন স্বামী। মালদহের রতুয়ায় শনিবার সকালে উদ্ধার হয় বধূ মর্জিনা বিবির (২৬) দেহ। ধৃত স্বামীর নাম শেখ শরিফ।
|
ঘুরপথে |
|
ছবি: দীপঙ্কর ঘটক |
বিবৃতির লড়াই শেষে এ বার মিছিলে মুখোমুখি। তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চা। শনিবার দুপুরে তার জেরে উত্তপ্ত হল কালিম্পঙের গরুবাথান। তবে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পড়লে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে মোর্চার নেতা-কর্মীদের আটকে রেখে তৃণমূলের মিছিল অন্যদিকে ঘুরিয়ে দেন। দার্জিলিঙের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” |
|