আজ সামনে চেলসি
রুনি নিয়ে নতুন
ধোঁয়াশা ফার্গুসনের
টিম ম্যানেজারের সঙ্গে তাঁর ঝামেলা মিটে গিয়েছে। স্বয়ং স্যর অ্যালেক্স ফার্গুসন সাংবাদিক সম্মেলন ডেকে বলে দিয়েছেন, “পরের বারও রুনি আমাদের।” কিন্তু ইংরেজ মহাতারকাকে নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটছে কোথায়?
বরং রবিবার এফ এ কাপ কোয়ার্টার ফাইনালে চেলসির বিরুদ্ধে যুদ্ধের আগে উড়ছে অমোঘ প্রশ্নওয়েন রুনি এ বার প্রথম টিমে থাকবেন তো? নাকি সেই পরেই নামতে হবে তাঁকে?
সন্দেহটা সৃষ্টি করেছেন স্যর অ্যালেক্স নিজেই। মহাযুদ্ধের প্রাক্-লগ্নে ফার্গিকে জিজ্ঞেস করা হয়েছিল, চেলসি ম্যাচে রুনি কি নামছেন শুরু থেকে? সরাসরি উত্তর তো দেনইনি ম্যাঞ্চেস্টার ম্যানেজার, উল্টে বলে বসেছেন, “টিমে থাকবে। কিন্তু প্রথম এগারোয় থাকবে কি না সেটা কেন বলতে যাব? আমি কেন বাকিদের সাহায্য করতে যাব? আমরা এ রকম করি না।”
এত পর্যন্ত হলে তবু ঠিক ছিল। কিন্তু পরে গিগসের উদাহরণ টেনে জল্পনা আরও বাড়িয়েছেন ফার্গুসন নিজেই। “রবিবার গিগস নেই। খেলছে না। রিয়ালের বিরুদ্ধে ও-ই আমাদের সেরা প্লেয়ার ছিল। এ বার প্রশ্ন করুন, কেন খেলছে না।” এখানেই শেষ নয়।
উত্তপ্ত ফার্গির পরবর্তী সংযোজন, “রায়ানকে কিছু কিছু ম্যাচে খেলাব বলে আমরা ঠিক করেছি। আর ওয়েনও জানে, আমার ভাবনাচিন্তাটা কী। আগের দিন টিম নামানোর সময়ই সেটা ওয়েনকে বলে দিয়েছিলাম।” গিগসের নির্বাচন নিয়ে ফার্গুসনের খোলাখুলি মন্তব্যের পরই প্রশ্নটা উঠছে। বলা হচ্ছে, গিগসের ব্যাপারটা যদি সাফ সাফ বলে দিতে পারেন ফার্গি, তা হলে রুনিরটা নয় কেন?
শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার ম্যানেজার এমন আরও একটা বিস্ফোরণ ঘটিয়েছেন, যা নিয়েও রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে ব্রিটিশ ফুটবলমহলে। ফার্গুসনের অভিযোগ, রেফারিদের জন্য অন্তত তিন বার তাঁর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। কবে, কোথায়, সেই তথ্যও সোজাসুজি ফেলে দিয়েছেন ফার্গি।
২০১৩, প্রি কোয়ার্টার ফাইনাল: রিয়াল মাদ্রিদ ম্যাচে নানিকে লাল কার্ড। পরিণতি, হার।
২০১০, কোয়ার্টার ফাইনাল: বায়র্ন মিউনিখের বিরুদ্ধে রাফায়েলকে লাল কার্ড দেখানো হয়। ম্যাঞ্চেস্টারও ছিটকে যায়।
২০০৪, ফাইনাল: পোর্তোর বিরুদ্ধে পল স্কোলসের গোল অফসাইডের কারণে বাতিল। যে ভুল সিদ্ধান্তের জেরে হারতে হয় ম্যাঞ্চেস্টারকে।
“এ সব দিনের পর দিন চোখের সামনে ঘটতে দেখলে বিশ্বাসটা আপনাআপনি উবে যায়,” বলেছেন ফার্গুসন। সঙ্গে যোগ করেছেন, “তিনটে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের স্রেফ রেফারির ভুল সিদ্ধান্তের জেরে ছিটকে যেতে হয়েছে। যার মধ্যে অন্তত দু’টো আমরা জিততামই।”
গত মঙ্গলবার রিয়াল ম্যাচে নানিকে রেফারি লাল কার্ড দেখানোয় ম্যাঞ্চেস্টার ম্যানেজার এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে, ম্যাচ শেষে প্রথাগত সাংবদিক সম্মেলনে আসেননি ফার্গুসন। পরে বলেছেন, “নানির লাল কার্ডটাই সব শেষ করে দিল। ওই দশ মিনিটেই ম্যাচটা শেষ হয়ে গেল।”
ফার্গির উষ্মা, অভিযোগের চোটে রবিবাসরীয় যুদ্ধে চেলসি বলেও যে একটা চরিত্র আছে, সেটাই লোকে ভুলতে বসেছে। শেষ ছ’টা এফ এ কাপের মধ্যে চেলসি চারটেতে জিতলে কী হবে, হালফিলে রাফা বেনিতেজের টিমের অবস্থা বিশেষ সুবিধার নয়। প্রিমিয়ার লিগে চেলসি আপাতত চারে। চ্যাম্পিয়ন্স লিগে আচমকা হারতে হয়েছে। পের চেক ওল্ড ট্র্যাফোর্ডকেই বাছছেন ফিরে আসার মঞ্চ হিসেবে। বলে রেখেছেন, “শুধু ম্যাঞ্চেস্টার ম্যাচটা জিতলেই দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে!”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.