|
|
|
|
ফের দলকে তোপ দাগলেন আডবাণী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ফের বিস্ফোরক আডবাণী। এবং দলকেই ফের তোপ দাগলেন তিনি। কংগ্রেসের পাশাপাশি তাঁর দলের ব্যাপারেও সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে বলে মন্তব্য করলেন এই প্রবীণ বিজেপি নেতা। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
ঠিক কী বলেছেন আডবাণী? কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে তাঁকে সরানো নিয়ে বিজেপির অন্দরে বিস্তর জলঘোলা হয়। আডবাণী-সহ একাধিক প্রবীণ নেতা দলের ভাবমূর্তির স্বার্থে ইয়েদুরাপ্পাকে সরানোর জন্য সক্রিয় হলেও তৎকালীন বিজেপি সভাপতি নিতিন গডকড়ী, অরুণ জেটলি-সহ কয়েক জন নেতা ইয়েদুরাপ্পাকে রেখে দেওয়ার পক্ষেই সওয়াল করতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইয়েদুরাপ্পাকে সরানো হয়। কয়েক মাস আগে বিজেপি ছেড়ে নতুন দল গড়েছেন এই প্রবীণ নেতা। কিন্তু গোটা বিষয়টি দল যে ভাবে সামলেছে, তাতে একাধিক বার ক্ষোভ জানিয়েছেন আডবাণী। মূলত নিতিন গডকড়ীর বিরুদ্ধেই বারবার তোপ দাগেন তিনি। তবে এ সবই এত দিন ছিল দলের অন্দরে। এ বার প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন আডবাণী। |
|
অটলজ্যোতি অভিযানের সূচনা। মধ্যপ্রদেশে, সহদলে। ছবি: পিটিআই |
এমনিতেই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে কি না, তা নিয়ে যথেষ্ট টানাপোড়েন চলছে বিজেপির অন্দরে। তার মধ্যে আডবাণীর এমন মন্তব্য দলের অস্বস্তি যে আরও বাড়াবে, সন্দেহ নেই। যে আডবাণী বর্তমান বিজেপির অন্যতম স্থপতি, তাঁর এতটা ক্ষোভের পিছনে একাধিক কারণ রয়েছে বলেই মনে করেন বিজেপির অনেকে। তাঁদের বক্তব্য, আডবাণী আগেও বলেছেন, দল নয়, নেতাদের উপরে বিরক্ত মানুষ। তা ছাড়া ইয়েদুরাপ্পা প্রশ্নেও তিনি বারবার দলের অন্দরে বলেছেন, যে বিজেপির স্লোগান হল, ‘আ পার্টি উইথ ডিফারেন্স’, তারা কী করে দুর্নীতির সঙ্গে আপস করে? কিন্তু তার পরেও তাঁর কথা শোনা হয়নি। সম্প্রতি নানা ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে, কর্নাটকে ইয়েদুরাপ্পাকে বাদ দিয়েও বিজেপির ফল ভাল হতে পারে। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দেগে নিজের মতই প্রতিষ্ঠিত করতে সক্রিয় আডবাণী। |
|
|
|
|
|