গাড়ি বিক্রি কমছে। তাই ব্যবসার সেই ঘাটতি পুষিয়ে নিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ বার জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহঋণে। এ কথা জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঙ্গল সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার সুনীল শ্রীবাস্তব। গৃহঋণের চাহিদা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এর পাশাপাশি শাখাগুলির উপর চাপ কমাতে বিভিন্ন অঞ্চলে ‘ই-কর্নার’ শীর্ষক এক বিশেষ পরিষেবা সম্প্রসারণের উপরেও জোর দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঙ্গল সার্কেল। নতুন এই ব্যবস্থায় একই ছাদের তলায় টাকা জমা দেওয়া ও তোলা, এক জায়গা থেকে অন্যত্র টাকা পাঠানো, চেক বই ডেলিভারি-সহ বিভিন্ন ধরনের পরিষেবা পাবেন গ্রাহক। শ্রীবাস্তব জানান, “ইতিমধ্যেই কলকাতায় পাঁচটি ই-কর্নার চালু হয়েছে। চলতি মাসের মধ্যেই নতুন আরও পাঁচটি ই-কর্নার চালু করব আমরা। লক্ষ্য, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে ই-কর্নার খোলা।” উল্লেখ্য, জাতীয় স্তরে নয়, ই-কর্নার পরিষেবা প্রথম চালু করেছে বেঙ্গল সার্কেলই।
গৃহঋণের আবেদনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে বিশেষ কিছু প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু করার সিদ্ধান্তও নিয়েছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলকাতায় এই ধরনের দুটি কেন্দ্র চালু করা হয়েছে। খুব শীঘ্রই আরও দুটি চালু করা হবে বলে ব্যাঙ্কের দাবি। |