জেলার বাজার ধরতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জেলার বাজারকে পাখির চোখ করে বিস্কুট উৎপাদন বাড়াচ্ছে স্থানীয় সংস্থা ইওর্স ফুড। দেশের ৩০০০ কোটি টাকার বিস্কুট বাজারের ৬০% জেলা ও ছোট শহরের দখলে। সেই বাজারে নিজেদের উপস্থিতি জোরালো করতে শিলিগুড়ি ও দুর্গাপুরে কারখানা তৈরি করছে সংস্থা। লগ্নি ১০০ কোটি টাকা। ইতিমধ্যেই কলকাতা ও ডানকুনিতে কারখানা রয়েছে। সংস্থার প্রধান এস এন অগ্রবাল জানান, প্রথমে পশ্চিমবঙ্গে, পরে দেশের অন্যত্র পণ্য মিলবে। পরে নেপাল, ভুটান ও বাংলাদেশে বিস্কুট রফতানি শুরু হবে। সংস্থার দাবি, ইতিমধ্যেই আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে রফতানি করা হচ্ছে। |
বিএসএনএল মোবাইলে তথ্য পরিষেবা ব্যাহত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিএসএনএলের কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলে মোবাইল পরিষেবার তথ্য জানানো সংক্রান্ত ব্যবস্থার একটি অংশ বেশ কিছু দিনই অচল। কর্তৃপক্ষের দাবি, ওই পরিষেবা তাঁরা বাইরের এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থার মাধমে দিয়ে থাকেন। কিন্তু বিএসএনএলের সঙ্গে পাওনাগন্ডা নিয়ে বিবাদের জেরে পরিষেবা বন্ধ করে দিয়েছে তারা। ফলে ১৫০২, ১৫০৩, এবং ১৫০৭ নম্বরগুলির মাধ্যমে যে-তথ্য জানানো হত, তা ব্যাহত হয়েছে। বিএসএনএলের কলকাতা অঞ্চলের চিফ জেনারেল মানেজার গৌতম চক্রবর্তী বলেন, “প্রায় ৫৮ লক্ষ গ্রাহকের সমস্যা হচ্ছে। তবে ১৫০৭ পরিষেবা চালু হয়েছে। বাকিগুলিও শীঘ্রই চালু হবে।” |