টুকরো খবর
জমায়েতের উপরে হামলা
পঞ্চায়েত কর্তৃপক্ষের নামে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর সময়ে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার বিকালে ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে। ওই ঘটনায় রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি রজত ঘোষ, রায়গঞ্জ ব্লক তৃণমূলের আহ্বায়ক তিলক সরকার, তৃণমূলের রামপুর অঞ্চল সভাপতি স্বপন সরকার, দুই তৃণমূল কর্মী মদন দাস ও দেবু চন্দ জখম হন। ঘটনার পর তৃণমূলের তরফে রামপুর পঞ্চায়েতের প্রধান তথা কংগ্রেস নেতা জয়ন্ত রায় সহ কংগ্রেসের একদল কর্মী সমর্থকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়। সম্প্রতি ১০০ দিনের প্রকল্পের ২ লক্ষ টাকায় পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা তৈরির কাজ শুরু করেছে পঞ্চায়েত। রজতবাবুর নেতৃত্বে তৃণমূলের কর্মীরা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।

২০১৩-১৪র বাজেট কমল
আগামী ২০১৩-১৪ আর্থিক বছরে ৩২ কোটি টাকা কম ব্যয় বরাদ্দ ধরে স্থায়ী সমিতির বাজেট অনুমোদন হল। জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতিতে শুক্রবার আত্রেয়ী সভা কক্ষে এক বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০টি স্থায়ী সমিতির জন্য ৯৪ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার টাকা বাজেট বরাদ্দ অনুমোদন করে জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতি। ১২ মার্চ সাধারণ সভায় অনুমোদিত বাজেট পাশ হবে। চলতি ২০১২-১৩ আর্থিক বছরে স্থায়ী সমিতিগুলির বাজেট বরাদ্দ ছিল ১২৫ কোটি টাকা। কিন্তু বাজেট বরাদ্দ ওই টাকার মধ্যে আদতে ৩১ কোটি ৭০ লক্ষ টাকা কম পেয়েছিল জেলা পরিষদ। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি সিপিএমের মাগদালিনা মুর্মু অভিযোগ করেন, “রাজ্যে নতুন সরকার জেলা পরিষদকে (অধুনা দফতর) ত্রয়োদশ রাজ্য অর্থ কমিশন, সীমান্ত উন্নয়ন তহবিলে টাকা দেওয়া বন্ধ করেছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.