টুকরো খবর
লাটাগুড়িতে হাব গড়তে উদ্যোগ

ছবি তুসেছেন দীপঙ্কর ঘটক।
মালবাজার ব্লকের লাটাগুড়িতে বেতের সামগ্রী তৈরির হাব গড়তে উদ্যোগী রাজ্য সরকার। বৃহস্পতিবার জলপাইগুড়ির খারিজা বেরুবাড়িতে এক অনুষ্ঠানে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পরে মালবাজারের চাপাডাঙায় কৃষি প্রতিমন্ত্রীর সভায় ওই হাব তৈরির কথা জানান জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক। তিনি বলেন, “এসজেডিএ হাবটি গড়ে তুলবে।” লাটাগুড়ি, চাপাডাঙা, ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেড় হাজার বেত শিল্পী আছেন। তাঁদের তৈরি সামগ্রী রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়। বিপণন ব্যবস্থা না থাকায় ফড়েদের ভরসায় থাকতে হচ্ছে। হাব তৈরি হলে ওই সমস্যা মিটবে বলে বেত শিল্পীদের আশা।

অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রান্তি
উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ছবি না থাকায় বিভ্রান্তি ছড়াল শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে। শুক্রবার তা কর্তৃপক্ষের নজরে পড়ে। স্কুলের প্রধান শিক্ষিকা রীতা সেনগুপ্ত বলেন, “ছাত্রীদের যাতে কোনও অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ শুরু করা হয়েছে। সংসদের শিলিগুড়ি আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নতুন অ্যাডমিট কার্ড সংগ্রহের প্রক্রিয়া শুরু করা হয়েছে।” এ বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২২৫ জন। শনি ও রবিবার স্কুলের অফিস খোলা রেখে অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা মেটানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নারী দিবসে মিছিল
নারী দিবসের দিন একাধিক দাবিতে মিছিল করল সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোডে যায়। নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ, ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়। সংগঠনের জেলা সম্পাদিকা শিখা নন্দী অংশ নেন।

খুন করে ধৃত দাদা
ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বচসার জেরে ভাইকে রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগে দাদাকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার শামুকতলার দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রাম থেকে অভিযুক্তকে ধরা হয়। অভিযুক্তের নাম সঞ্জয় কেরকাট্টা। তার বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বিজয়ের সাথে তাঁর দাদা সঞ্জয় ও গ্রামের ছয় যুবক কেরলে কাজ করার জন্য রওনা হয়। নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেন ধরে তারা ট্রেনে ওঠার আগে সঞ্জয় প্রচন্ড নেশা করে। রাগে বিজয় কাউকে না জানিয়ে ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে আসে। নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে সঞ্জয় ও ওই যুবকরা বিজয় নেই দেখে ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে যায়। এর পরেই দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। সেই সময় রড দিয়ে সঞ্জয় বিজয়ের মাথায় আঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিজয়কে মৃত ঘোষণা করে। সঞ্জয় এ দিন গ্রামে এলে পুলিশ তাকে ধরে।

ডিপোর জন্য স্বাক্ষর সংগ্রহ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ময়নাগুড়ি ডিপো চালু করার দাবিতে সই সংগ্রহ অভিযানে আইএনটিইউসি। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে নতুন বাজার সংলগ্ন এলাকায় অবস্থান করে সই সংগ্রহ হয়। সংগঠনের ময়নাগুড়ি ইউনিট কমিটির সভাপতি রতন কুন্ডু অভিযোগ করেন, ১৯৫২ সালে তৈরি পরিবহণ নিগমের ময়নাগুড়ি ডিপো গত বছরের ২২ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়। ওই সময় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যে সমস্ত ডিপোগুলি বন্ধ করা হয় তার বেশিরভাগ ফের চালু হয়েছে। কিন্তু ময়নাগুড়ি ডিপো খোলার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, “সই সংবলিত স্মারকলিপি নিগম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।”

দফতরে তালা
রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদয়নে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার দুপুরে কামাখ্যাগুড়ির বিদ্যুৎ বণ্টন দফতরে তালা ঝুলিয়ে দিল কুমারগ্রাম ব্লক তৃণমূল। এ দিন এক প্রতিনিধি দল দফতরে গিয়ে সমীক্ষা রিপোর্ট দেখতে চায়। তা না পেয়ে এক দল তৃণমূল সমর্থক ব্লক সভাপতি দুলাল দে-র নেতৃত্বে ওই অফিসে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। দুই ঘণ্টা পর সহকারি স্টেশন ম্যানেজার তিন দিনের মধ্যেই সার্ভে রিপোর্ট দেখানোর আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। কামাখ্যাগুড়ি বিদ্যুৎ বণ্টন দফতরের সহকারী স্টেশন ম্যানেজার মনোজ মণ্ডল বলেন, “অনিয়মের অভিযোগ সঠিক নয়।’’

স্মারকলিপি পেশ
পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদ ও বুনোর হানায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ-সহ ২২ দফা দাবি তুলে স্মারকলিপি দিল আরএসএপি’র ছাত্র যুব সংগঠন। শুক্রবার আলিপুরদুয়ারে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিয়ে তারা জানায়, শীঘ্রই আন্দোলনে নামবে পিএসইউ, আরওয়াইএফপি।

স্কুল ক্রীড়া
৩ দিন ব্যাপী জেলা স্কুল ক্রীড়া শুরু হল কালচিনি ব্লকে। শুক্রবার কালচিনি থানা ময়দানে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়াবিদ হেমশ্রী রায়। জেলার নয়টি জোনের কয়েক’শ খেলোয়াড় খেলায় অংশ নেন। মহকুমাশাসক অমলকন্তি রায় বলেন, “তিরন্দাজি, দৌড় সহ নানা প্রতিযোগিতা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্ত্তীমোহন রায়, কালচিনি বিধায়ক উলসন চম্পামারি।

স্মারকলিপি
বিদ্যুৎ শিল্পে উন্নতি সহ একাধিক দাবিতে সংস্থার উত্তরবঙ্গ আঞ্চলিক অধিকর্তাকে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ওয়ার্কমেন্স ইউনিয়ন। তার আগে দ্বিতীয় মাইলে বিদ্যুৎ বন্টন কোম্পানির প্রশাসনিক ভবনের কাছে সংগঠনের পক্ষ থেকে সমাবেশ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.