বিধি ভেঙে চতুর্থ শ্রেণির কর্মী পদে নিয়োগের প্রতিবাদে সেচ দফতরের আধিকারিকদের ঘর থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করে জলপাইগুড়ির সেচ দফতরে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। শুক্রবার জেলা যুব কংগ্রেসের সদস্যরা সেচ দফতরে গিয়ে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের নির্বাহী সদস্য গৌতম দত্ত এবং নির্বাহী বাস্তুকার অসীম চৌধুরীকে ঘর থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন।
কিছু দিন আগে রাজ্য সরকারের শিল্প দফতর থেকে ৬০ জনের একটি প্যানেল পাঠিয়ে জেলার সেচ দফতরে চতুর্থ শ্রেণির পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে কংগ্রেস এবং বামপন্থী সংগঠনগুলি আগেও বিক্ষোভ দেখিয়েছিল। সম্প্রতি প্যানেলে নাম থাকা ব্যক্তিদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি।
এ দিন আধিকারিকদের ঘরে ঢুকে স্লোগান দেওয়া শুরু করে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় আধিকারিকরা ঘর থেকে কিছু সময়ের জন্য বের হয়ে গেলে বিক্ষোভকারীরাও ঘর থেকে বেরিয়ে যায়। আধিকারিকদের ঘরে ঢুকে স্লোগান দেওয়া এবং তাঁদের জোর করে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় সেচ দফতর থেকে জেলা প্রশাসনকে অভিযোগ করা হয়েছে। কোনও আধিকারিকই মন্তব্য করতে চাননি। সেচ দফতর সূত্রে জানানো হয়েছে, প্যানেলে নাম থাকা ব্যাক্তিদের নিয়োগ পত্র দেওয়ার কোনও প্রক্রিয়া শুরু হয়নি। তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
যুব কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “অবৈধ ভাবে পেছন দরজা দিয়ে নিয়োগ করার চেষ্টা করছে রাজ্য সরকার। জেলার সেচ দফতর নির্বাক দর্শক। তাই সেচ দফতরের আধিকারিকদের ঘর থেকে বের করে দিয়ে প্রতিবাদ জানিয়েছি। নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হলে দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হবে।” |