রাজ্যকে রূপসী বাংলায় পরিণত করতে, পঞ্চায়েতকে ‘মধুর ভুবনে’ পরিণত করতে মহিলাদের আরও দক্ষ হওয়ার পরামর্শ দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহিলাদের নিয়ে গ্রাম-পঞ্চায়েতের উন্নয়ন করতে চান মমতা। রাজনীতিতে, গ্রামবাংলার উন্নয়নে তাঁদের অংশগ্রহণ আরও বাড়াতে পঞ্চায়েতের ৫০ শতাংশ আসনই মহিলাদের জন্য সংরক্ষিত করেছেন তিনি। সেই কর্মযজ্ঞে মহিলাদের সামিল করতে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে দলের মহিলা সংগঠনের এক অনুষ্ঠানে মমতার পরামর্শ, “পঞ্চায়েতে যাঁরা জিতবেন, তাঁদের প্রশিক্ষণ দেব। যাতে পঞ্চায়েতের কাজটা তাঁরা জানতে পারেন, শিখতে পারেন। কেউ যাতে বলতে না পারেন, ভোটে দাঁড়ানোয় স্বামী বা বাবা যা বলে দিয়েছেন, সে কথা শুনে স্ত্রী-কন্যা ভোট লড়েছেন।”
পঞ্চায়েতে প্রায়শই মহিলা প্রার্থী দাঁড়ালে বাবা-স্বামী তাঁদের হয়ে বকলমে কাজ করেন। তৃণমূল-অন্দরে এই রেওয়াজের কথা মাথায় রেখে মমতা মহিলাদের স্বাধীন ভাবে পঞ্চায়েতে কাজ করার পরামর্শ দেন। রাজনৈতিক বোধ ও প্রশাসনিক বাস্তববুদ্ধি দিয়ে মহিলারা পঞ্চায়েতের কাজ চালালে গ্রামের মানুষ উপকৃত হবেন বলে মমতার আশা। তাঁর আশা পূরণে অনুষ্ঠানে সমবেত মহিলাদের কাছে তৃণমূল নেত্রী বলেন, “পঞ্চায়েত, পুরসভা বা সরকারের টাকা জনগণের টাকা। তাই পঞ্চায়েতে জনগণের টাকাতেই মানুষের উন্নয়ন করতে হবে। উন্নয়নের সেই প্রক্রিয়া মহিলাদের ভাল ভাবে বুঝতে হবে, জানতে হবে।”
রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। ভোটের আগে দলের মহিলা কর্মী-প্রার্থীদের নেত্রী বুঝিয়ে দিলেন, কী ভাবে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। সে জন্য এক ঝলক প্রশ্নোত্তরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, সিদ্ধান্তের তথ্য মহিলা কর্মীদের সঙ্গে ঝালিয়ে নিলেন মমতা। নেতাজী ইন্ডোরের ওই অনুষ্ঠানে আরও একবার মনে করিয়ে দিলেন, তৃণমূল সরকার পূর্ব ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায়, মেয়েদের স্বনির্ভর করতে কন্যাশ্রী প্রকল্পে অর্থ সাহায্যের সিদ্ধান্ত, মহিলা থানা, মহিলা আদালত তৈরিতে রাজ্যের উদ্যোগের কথাও।
মহিলাদের কাছে মমতার স্পষ্ট নির্দেশ, “কুৎসা, অপপ্রচারের সামনে মাথা নত না করে রাজ্য সরকারের এই উন্নয়ন-কাজগুলি তুলে ধরে প্রচার করতে হবে।” তৃণমূলের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নারী নির্যাতন নিয়ে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে দলের মহিলা বাহিনীকে গ্রামের ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। কী বলতে হবে প্রচারের সময়, তার স্পষ্ট নির্দেশ দিতে দলের তরফে এ দিন ‘মধুর ভুবন’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। সার্বিক ভাবে সরকারি উদ্যোগ-সিদ্ধান্তের পাশাপাশি মহিলাদের জন্য রাজ্যের কাজের খতিয়ান রয়েছে সেই পুস্তিকায়। ওই তথ্য ধরে মহিলাদের প্রচারে সামিল হওয়ার নির্দেশ দেন দলনেত্রী।
শুধু মহিলাদের নয়, এ দিন তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকেও সহকর্মীদের কাছে মমতার নির্দেশ, বিধানসভা অধিবেশন শেষ হলেই দ্রুত নিজের নিজের বিধানসভা এলাকায় যেতে হবে। এলাকার মানুষের সঙ্গে আরও মিশে উন্নয়ন করার পরামর্শ দেন তিনি। কোনও ভাবে এলাকার উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্য দলীয় মন্ত্রী-বিধায়কদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন মমতা। |