টুকরো খবর
সিপিএম কর্মীকে থেঁতলে খুন
বেধড়ক মারধর করে, ইট দিয়ে মাথা থেঁতলে ক্যানিংয়ের মিঠাখালির সিপিএম কর্মী রবীন দাস ওরফে ওদুকে (৪০) খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার বিকেলে ক্যানিংয়ের মিঠাখালির ঘটনা। তৃণমূূলের লোকজনই ওই ঘটনায় জড়িত বলে অভিযোগ তুলেছে তৃণমূল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবীনবাবু এ দিন বিকেলে রিকশায় বাজারে যাচ্ছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ওই কাণ্ড ঘটায়। ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবীনবাবুর দাদা শম্ভু দাস বলেন, “ভাই সিপিএম করত। বেশ কিছু দিন ধরে এলাকাছাড়া ছিল। আগেও ওর উপর তিন বার আক্রমণ হয়েছে।” সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের সন্ত্রাস তত বাড়ছে। এলাকা দখল করতে তৃণমূল বেছে বেছে আমাদের দলীয় কর্মীদের আক্রমণ করছে। রবীনের খুন হওয়া তারই প্রমাণ।’’ পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

‘খুনি’ স্বামীকে পুলিশের হাতে দিল জনতা
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর তার স্বামীকে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার সীমান্তবর্তী হাকিমপুরের দাসপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কবিতা দাস (৩৫)। দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন কবিতাদেবীর দুই ছেলে মিন্টু এবং শম্ভু বাড়িতে ছিল না। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ তার স্বামী বিনয়বাবু প্রতিবেশীদের তার স্ত্রীর অসুস্থতার কথা জানালে তারা গিয়ে দেখেন, কবিতাদেবী মৃত অবস্থায় পড়ে আছেন। সন্ধ্যায় স্বামী-স্ত্রীর ঝগড়ার কথা জানা থাকার কারণে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর বিনয়বাবুকে গণধোলাই দিলে তিনি স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন। শুক্রবার সকালে বিনয়বাবুকে গ্রেফতার করে পুলিশ।

বনগাঁয় জমির পাট্টা বিলি
বৃহস্পতিবারহ বনগাঁ ব্লকের ১৩২ জন বাসিন্দাকে ‘নিজ ভূমি, নিজ গৃহ’ প্রকল্পে জমির পাট্টা দেওয়া হল। বনগাঁ পঞ্চায়েত সমিতির দফতরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সৌমেন দত্ত, বনগাঁ উত্তর ও দক্ষিণ কেন্দ্রে বিধায়ক বিশ্বজিৎ দাস, সুরজিৎ বিশ্বাস, বিডিও সুসান্ত কুমার বসু। পাশাপাসি এ দিন ১১০ জন ভূমিহীনকে জমির পাট্টা দেওয়া হয়। এঁদের মধ্যে ৮১ জন তপসিলি জাতিভুক্ত ও ২৬ জন ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়েই পাট্টা বিলির ক্ষেত্রে তপসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

হাবরায় লক্ষ টাকা কেপমারি
কেপমারের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন বৃদ্ধ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে হাবরায় যশোহর রোডে। পুলিশ জানিয়েছে, অরবিন্দ রোডের বাসিন্দা ওই বৃদ্ধ ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার জন্য ভ্যানরিকশায় উঠছিলেন। সেই সময় কয়েকটি ছেলে তাঁকে বলে ভ্যানরিকশার নীচে তাঁর টাকা পড়ে গিয়েছে। বৃদ্ধ রিকশা থেকে নেমে নীচে তাকানোর ফাঁকে তাঁর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় কেপমাররা।

ধৃত সাত দুষ্কৃতী
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীকে বুধবার রাতে হাবরার বাণীপুর থেকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে একটি পাইপগান, দু’রাউন্ড গুলি, ভোজালি, রড, সাইকেলের চেন উদ্ধার করেছে পুলিশ।

সদ্যোজাতের দেহ উদ্ধার কুলপিতে
এক এক সদ্যোজাতের দেহ উদ্ধার করল কুলপি থানার পুলিশ। শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুর গ্রামের রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.