টুকরো খবর |
রাঁধুনি বদলি নিয়ে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মিড-ডে মিলের রাঁধুনি নিয়োগ নিয়ে গন্ডগোল হয়েছে শান্তিপুরের বাহাদুরপুর গ্রামে। গণ্ডগোলে আহত তিন রাঁধুনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। ব্লক প্রশাসন সূত্রের খবর, ওই প্রাথমিক বিদ্যালয়ে দু’জন মহিলা রান্না করতেন। সম্প্রতি তাঁদের ছাটাই করে একটি স্বনির্ভরগোষ্ঠীকে রান্নার দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার থেকে কাজ শুরু করেছেন গোষ্ঠীর মহিলারা। প্রতিবাদে এ দিন এলাকার অন্য স্কুলের রাঁধুনিরা বিক্ষোভ দেখান। সেই সময় গ্রামবাসীদের একাংশ তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। প্রধান শিক্ষক অভিষেক রায় বলেন, “বিডিও’র নির্দেশমত গ্রাম শিক্ষা কমিটির সভা ডেকে পুরনো রাঁধুনিদের বাদ দিয়ে স্বনির্ভরগোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে।” শান্তিপুরের বিডিও স্বপ্না পাল বলেন, “ওই স্কুলে রাঁধুনি নিয়োগ ঘিরে একটা ভুল বোঝাবুঝি চলছে। সোমবার আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।”
|
খুন, যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ব্যবসায়ীকে অপহরণ করে খুনের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন জঙ্গিপুর প্রথম ফাস্ট ট্রাক আদালতের বিচারক। প্রমাণ লোপাটের জন্য দেওয়া হয়েছে বাড়তি আরও তিন বছরের জেল। সরকারি আইনজীবী জানান, ২০১১-র ২৯ সেপ্টেম্বর ধুলিয়ানের বোগদাদ নগরের রফিকুল ইসলামকে অপহরণ করা হয়। পুলিশ জানায়, ঘটনার দিন গ্রামের দুই যুবকের সঙ্গে গাড়িতে বহরমপুরে দেখা গিয়েছিল রফিকুলকে। এরপর পুলিশ জামিরুল ইসলাম ও দুলাল শেখকে গ্রেফতার করে। তাদের জেরা করে ঘটনায় যুক্ত অভিযোগে রঘুনাথগঞ্জ থেকে সনৎ সাহা ও রাজু দত্তকে গ্রেফতার করা হয়। রাজু রাজসাক্ষী হয়ে জানান, তিন যুবক রফিকুলকে গাড়িতে শ্বাসরোধ করে খুন করে আহিরণের কাছে একটি ফিডার ক্যানেলে দেহ ফেলে দিয়েছিল।
|
মারধর, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
মহকুমাশাসকের সঙ্গে দেখা করতে গিয়ে গণ্ডগোলে জড়াল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এই ঘটনায় পুলিশ ডোমকল ভবতারণ হাইস্কুলের এক ছাত্রকে আটক করে। প্রতিবাদে ছাত্ররা ঘণ্টাখানেক করিমপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে। ছাত্রেরা জানায়, গত বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র ভগীরথপুর হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে গোলমাল হয় ভবতারণ হাইস্কুলের পরীক্ষার্থীদের। তার জেরে এ দিন পরীক্ষাকেন্দ্র বদলের দাবিতে এসডিও অফিসে যায় ছাত্ররা। অভিযোগ, এসডিও-এর দেখা না পেয়ে এক নিরাপত্তারক্ষীকে মারধর করেছে পড়ুয়ারা। ছাত্রদের দাবি, নিরাপত্তারক্ষীরা তাদের মেরেছে।
|
প্ররোচনার নালিশ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত অবশ্য পলাতক। বৃহস্পতিবার রাতে শক্তিপুর এলাকার বাসিন্দা শিল্পা বিশ্বাসের (২০) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই মহিলা আত্মঘাতী হয়েছিলেন। মৃতার বাবা বিপুল বিশ্বাস শক্তিপুর থানায় জামাই সঞ্জয় হাজরার বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন।
|
ধর্ষণের চেষ্টার নালিশ নিজস্ব সংবাদাদাতা • শান্তিপুর |
চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবক দোলন রায়ের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় শান্তিপুরের ঢাকাপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার শান্তিপুর থানায় দোলন রায় নামে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্ত যুবক পলাতক বলে পুলিশ জানিয়েছে।
|
শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
শ্লীলতাহানির দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আলাউদ্দিন শেখের বাড়ি ভরতপুরের ডাঙাপাড়া এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আলাউদ্দিন পাড়ার এক মহিলার শ্লীলতাহানি করে। ওই মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আলাউদ্দিনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইসলামপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ডোমকলের বর্তনাবাদের আজিরুল ইসলামের কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
|
প্রতারণা, গ্রেফতার |
মাস দুয়েকের ফোনালাপ। এর মধ্যে নওদার আমতলার ফিরোজ শেখ জানায়, তাঁর আত্মীয়ের চিকিৎসার জন্য দরকার টাকা। বন্ধুর পাশে দাঁড়ান দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মৃদুলা খাতুন। টাকা হাতে পেয়েই মৃদুলাদেবীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ফিরোজ। ঘটনাটি মহেশতলা থানায় জানান মৃদুলা। শুক্রবার মহেশতলা ও নওদার পুলিশ গ্রেফতার করে ফিরোজকে।
|
অস্বাভাবিক মৃত্যু |
বড়ঞার ফতেপুর গ্রামেঅস্বাভাবিক মৃত্যু হয়েছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। নাম সৌমেন সাহা (১৯)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক খেলে ওই ছাত্রকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ওই রাতেই মৃত্যু হয় তাঁর। |
|