টুকরো খবর
নারী দিবসে নানা অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সেমিনার হল তমলুক কলেজের বিএড বিভাগের সভাকক্ষে। সেমিনারে নারী দিবসের তাত্‌পর্য নিয়ে আলোচনা করেন জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্র, তমলুক আদালতের সিভিল জজ রমেন্দ্র নাথ মাখাল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা পাপিয়া গুপ্ত, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিলকুমার চক্রবর্তী প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ দিনই জেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় হকি দলের সদস্য চণ্ডীপুরের পঞ্চমী বর্মণকে সংবর্ধনা ও ১০ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ -সভাধিপতি মামুদ হোসেন, শিশু ও নারী উন্নয়ন দফতরের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক অজয় পাল প্রমুখ। এ দিনই কাজলা জন কল্যাণ সমিতির মহিলা শাখার উদ্যোগে নারী সম্মেলন হল। কাঁথি টাউন হলে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কাঁথির পৌরপিতা সৌমেন্দু অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন নীতিমালা পণ্ডা। সম্মেলনে ‘আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা ও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারীদের অবস্থান’ শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য রাখেন লক্ষ্মী পণ্ডা, কবিতা মহাপাত্র, স্বপন পণ্ডা, কল্যাণী খাঁড়া, শান্তি মণ্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন সবিতা মান্না। সম্মেলনে প্রায় ১২০০ মহিলা উপস্থিত ছিলেন। সম্মেলনের আগে ট্যাবলো-সহ মহিলাদের শোভাযাত্রা শহর পরিক্রমা করে। অন্য দিকে, উত্তর কাঁথির মারিশদায় নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে মারিশদা থানায় ডেপুটেশন দেওয়া হয়। মিছিল ও পথসভা হয়। পথসভায় রাখেন গীতা মান্না, সন্ধ্যা গিরি, রাধারানী শর্মা প্রমুখ।

নারী দিবসে প্রতীকী বিক্ষোভ
আন্তর্জাতিক নারী দিবসে সাঁকরাইল থানার সামনে এলাকার দশটি গ্রামের মহিলারা প্রতীকী অবস্থান করলেন। ঝাড়গ্রামের ‘সুচেতনা’ মহিলা সংস্থার উদ্যোগে এই কর্মসূচি। ওই গ্রামগুলিতে বাল্য বিবাহের হার বেশি। এ ছাড়াও এলাকায় একটি নারী পাচারকারী চক্র সক্রিয় বলে সুচেতনার দাবি। সংগঠনের সম্পাদিকা স্বাতী দত্ত বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের অন্যত্র পাচার করে দেওয়া হচ্ছে। গত চার মাসে এলাকায় ১৯টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশের সাহায্য নিয়ে ৭টি বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবিতে এ দিন প্রতীকী অবস্থান করা হয়।” পরে সুচেতনার প্রতিনিধিদের বক্তব্য শোনার পর উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন সাঁকরাইল থানার ওসি শ্যামলকুমার দাস। এ দিন সুচেতনার উদ্যোগে সাঁকরাইলের কেশিয়াপাতায় নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে বেলপাহাড়িতে নারী নির্যাতন প্রতিরোধ প্রসঙ্গে এক আলোচনাসভারও আয়োজন করা হয়। কেশিয়াড়ির কুসুমপুর হাইস্কুলে নারী দিবস উপলক্ষে স্কুল ছাত্রীদের নিয়ে এক সামাজিক সচেতনতা শিবির করে সুচেতনা। কেশিয়াড়ির মহিষামুড়া গ্রামের আদিবাসী মহিলাদের নিয়েও দিনটি পালন হয়।

দুর্ঘটনায় মৃত ফল ব্যবসায়ী
পথ দুর্ঘটনায় দুই ফল ব্যবসায়ীর মৃত্যু হল। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুরের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। মৃত দুই ফল ব্যবসায়ীর নাম সন্তু দাস (৩৮) ও শ্যামল ঘোষাল (৪৫)। সন্তুর বাড়ি মেদিনীপুরের কুইকোটায়। শ্যামল ঘোষালের বাড়ি রাজারপুকুর এলাকায়।গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আর এক জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামল মজুমদার নামে ওই ফল ব্যবসায়ীর বাড়ি তোড়াপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই রাতে পাঁশকুড়া থেকে একটি পিক-আপ ভ্যানে করে ফল নিয়ে ফিরছিলেন তিন জন। এঁদের সকলের বাড়ি মেদিনীপুরে। আসার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি উল্টে যায় এবং ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই দুই ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক।

গ্যাসের দাবিতে পথ অবরোধ
বুকিং করেও গ্যাস না পাওয়ায় রাস্তা অবরোধ করলেন গ্রাহকরা। শুক্রবারের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দাসপুরে। গ্রাহকরা প্রথমে গ্যাসের অফিস ঘেরাও করেন। পরে ঘাটাল-পাঁশকুড়া সড়ক অবরোধ করেন। দাসপুর থানার পুলিশ এসে অবরোধ তোলে। সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজটের সম্মুখীন হন নিত্যযাত্রীরা।
দীর্ঘদিন ধরেই গ্রাহকদের অভিযোগ, বুকিং করার পর এক মাস পেরিয়ে গেলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। অফিসে যোগযোগ করা হলে আশ্বাস মিললেও বাস্তবে তা হয় না। শুক্রবার শতাধিক গ্রাহক গ্যাসের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান। অফিসের গেট বন্ধ করে দেওয়া হলে গ্রাহকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস সরবরাহ থাকলেও প্রকৃত গ্রাহকদের বঞ্চিত করে মালিক পক্ষ সিলিন্ডার বেশি দামে বিক্রি করছেন। যদিও গ্যাসের মালিক পক্ষে মন্টু দেওয়ান বলেন, “মিথ্যা অভিযোগ। গ্যাস সরবরাহ না থাকায় এই সমস্যা। কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধ্যান হয়ে যাবে।”

মনোনয়নের প্রশিক্ষণ
পঞ্চায়েত নির্বাচনে কী ভাবে মনোনয়ন জমা নিতে হবে সে বিষয়ে প্রশাসনিক কর্তাদের প্রশিক্ষণ দেওয়া হল শুক্রবার। এ দিন প্রশিক্ষণ শিবিরটি হয় জেলা পরিষদের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে। প্রশিক্ষণ দেন অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত। প্রশিক্ষণ নিয়েছেন ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও এবং ব্লক নির্বাচন আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকের বেশিরভাগ বিডিও নতুন। অনেকেরই আগে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নেই। অথচ, মনোনয়ন জমা নেওয়া-সহ যাবতীয় কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা।

পুড়ল দোকান
পুড়ে গেল এগরা ২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পাহাড়পুর বাজারের তিনটি দোকান। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন ভাই মোবাইল ব্যবসায়ী রিন্টু মাইতি, টেলারিং ও কাপড় ব্যবসায়ী প্রভাত মাইতি এবং টিভি ও ঘড়ি ব্যবসায়ী হরেকৃষ্ণ মাইতিদের তিনটি দোকানই পাশাপাশি। রাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত বারোটা নাগাদ স্থানীয় লোকজন তাঁদের দোকানে আগুন লাগার খবর দেন। খবর দেওয়া হয় কাঁথি দমকল কেন্দ্রেও। কিন্তু, দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। শট সার্কিট থেকেই ওই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ওই ব্যবসায়ীদের দাবি, বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিদ্যাসাগরে আলোচনাসভা
‘হিস্টোরাইজিং দ্য পেরিফেরিয়ালস: এথিনিটি, সায়েন্স, জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক দু’দিন ব্যাপী এক আলোচনাসভা শুরু হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। পরিচালনায় ইতিহাস বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী আয়োগের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত এই আলোচনা সভার উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। আলোচনার মূল নিবন্ধটি পেশ করেন প্রখ্যাত ইতিহাসবিদ রজত রায়। দু’দিনের এই আলোচনাসভায় ১৫ জন আমন্ত্রিত বক্তা তাঁদের গবেষণা পত্র পেশ করবেন।

মোগলমারিকে স্বীকৃতি রাজ্যের
মোগলমারি স্তূপকে সংরক্ষিত ঐতিহাসিক সৌধ হিসাবে স্বীকৃতি দিল রাজ্য সরকার। বছর দশেক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে দাঁতন ১ ব্লকের মনোহরপুর পঞ্চায়েত এলাকায় মোগলমারির খননকার্য শুরু হয়। খননকার্যের ডিরেক্টর অশোক দত্তের রিপোর্টে ওই স্তূপকে ষষ্ঠ শতাব্দীর গুপ্তযুগের বৌদ্ধবিহার বলে উল্লেখ করা হয়। ২০১১ পর্যন্ত মোট ছ’দফার খননকার্যে উদ্ধার হয় সেই সময়কার মুদ্রা, মূর্তি, বৌদ্ধ সন্ন্যাসীদের ব্যবহার করা পোড়ামাটির জিনিসপত্র।

ডাকাতির আগেই ধরা পড়ল দুষ্কৃতী
ব্যাঙ্ক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কতীকে ধাওয়া করে ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে এগরা থানা এলাকার পাঁচরোল গ্রামের ঘটনা। এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় জানান, “জনা সাতেক দুষ্কৃতী রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে জানতে পেরে হানা দেয় পুলিশ। ধৃতেরা এগরা থানারই বড়দা গ্রামের আশিস রাণা ও খালশুটিয়া গ্রামের কানাই বারিক। তাদের কাছ থেকে ভোজালি, গ্রিল ও তালা কাটার যন্ত্রপাতি উদ্ধার হয়েছে।” ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নিদের্শ দিয়েছে আদালত।

শিক্ষক সমিতির দাবি
সর্বশিক্ষা মিশনের বরাদ্দ অর্থে জেলার সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দ্রুত অগ্নি নির্বাপণ যন্ত্র বসানো ও প্রশিক্ষণের দাবি জানিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.