|
|
|
|
রেললাইনে ছাত্রের দেহ উদ্ধার, কলেজে ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • কোলাঘাট |
কলেজের এক ছাত্রের মানসিক অবসাদের কথা জানা গিয়েছিল ‘আগেই’। কিন্তু সে কথা জেনেও ‘সতর্ক’ হননি কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার রেললাইন থেকে সংশ্লিষ্ট ছাত্রের মৃতদেহ উদ্ধারের পরে কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে কোলাঘাটের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চড়াও হন ছাত্রদের একাংশ। প্রশাসনিক ভবনে চলে ভাঙচুর। হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গাফিলতির অভিযোগ মানেননি কলেজ কতৃর্পক্ষ।
এ দিন দুপুর নাগাদ মেচেদা- কোলাঘাট স্টেশনের মাঝে রেললাইন থেকে স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র প্রমোদ কুমারের (২২) দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি বিহারের পটনার সুলতানগঞ্জ এলাকায়। প্রথমে দেহটি অজ্ঞাতপরিচয় বলে উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠায় পাঁশকুড়া রেল পুলিশ। পরে খবর পেয়ে দেহটি শনাক্ত করেন কলেজের কিছু ছাত্র। সন্ধ্যার পরে উত্তেজনা ছড়ায় কলেজে। রাত সাড়ে ৯টা নাগাদ ভাঙচুর হয়। কলেজের ডিরেক্টর নরেন্দ্রনাথ জানাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। কলেজের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগ মানেননি নরেন্দ্রনাথবাবু। তবে তিনি এর বেশি কিছু বলতেও চাননি।
কলেজ সূত্রের খবর, কলেজের ছাত্রাবাসে চুপচাপ থাকতে দেখা যেত প্রমোদকে।
প্রাথমিক তদন্তের পর রেল পুলিশের অনুমান, ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন। |
|
|
|
|
|