|
|
|
|
হলদিয়া বন্দরে বিক্ষোভ বামেদের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ দেখাল বন্দরের বামপন্থী কর্মী সংগঠন। শুক্রবার বিকেলে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সামিম আহমেদ, বন্দরের জেনারেল ম্যানেজার বাসব রায়চৌধুরী ও প্রশাসনিক আধিকারিক অমল দত্তকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
বন্দর সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ মার্চ ‘ডক ইনস্টিটিউট’-এর পরিচালন সমিতির নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন জমার দিন শেষ ছিল ৫ মার্চ। শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নিয়ম অনুযায়ী ১৮টি আসনে একটি ডানপন্থী ও একটি বামপন্থী প্যানেল মিলিয়ে মোট ৩৮ জনের লড়াই হবে নির্বাচনে। তবে মনোনয়ন জমা পড়ে ৬৭টি। যার মধ্যে ডানপন্থী সংগঠনের পূর্ণেন্দু বেরা, নন্দলাল মণ্ডল ও বামপন্থী সংগঠনের নন্দগোপাল পতির মনোনয়ন প্রথমে বাতিল হলেও পরে সেগুলি নেওয়া হয়। তা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময় সীমা বাড়ানো হয় ১১ মার্চ পর্যন্ত। আর তার প্রতিবাদেই বিক্ষোভে ফেটে পড়েন বামপন্থীরা। বামপন্থী সংগঠনের নেতৃত্বে থাকা বিমান মিস্ত্রির অভিযোগ, “অতিরিক্ত প্রার্থীদের মনোনয়ন আমরা সময় মতোই প্রত্যাহার করেছিলাম। কিন্তু ওঁদের এখনও অনেকে মনোনয়ন প্রত্যাহার করেননি। আমাদের প্রার্থীদের প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের জন্য। এ বার সময় বাড়ায় ভয়-ভীতি দেখিয়ে প্রত্যাহার করানোর সুযোগ পেল ওঁরা।” ডান পন্থী সংগঠনের নেতা পূর্ণেন্দু বেরা বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” সামিম আহমেদ, বাসব রায়চৌধুরী ও অমল দত্ত কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|