সুব্রত ভট্টাচার্য, সঞ্জয় সেন, রঘু নন্দীদের নতুন পরীক্ষা শুরু। ব্যারেটো, মার্কোস, উই, অ্যালফ্রেডদের নতুন লড়াইও শুরু হচ্ছে আজ, শনিবার থেকে।
বেঙ্গালুরু, ইন্দৌর ও সিঙ্গরৌলিতে শুরু হচ্ছে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা। তিনটি গ্রুপ থেকে ছ’টি দল এবং গত বার আই লিগ থেকে নেমে যাওয়া দুটি দল ভিভা কেরল ও হ্যাল খেলবে দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে। আটটি দলের রাউন্ড রবিন থেকে পয়েন্ট তালিকার প্রথম দু’টি দল খেলার সুযোগ পাবে পরের মরসুমের মূল আই লিগে। এ বার আই লিগের দ্বিতীয় ডিভিসনে বাংলা থেকে খেলছে ছ’টি দল। মহমেডান, টেকনো এরিয়ান, ভবানীপুর খেলবে ইন্দৌরে। বেঙ্গালুরুতে সাদার্ন সমিতি, কালীঘাট এম এস। জর্জ টেলিগ্রাফ খেলছে সিঙ্গরৌলিতে। প্রথম দিনই সঞ্জয় সেনের মহমেডান মুখোমুখি হচ্ছে রয়্যাল ওয়াংইডো -র। অন্য দিকে, রঘু নন্দীর এরিয়ানের সামনে ব্যারেটোর ভবানীপুর। সুব্রত ভট্টাচার্যের সাদার্ন সমিতি নামবে সোমবার, প্রতিদ্বন্দ্বী গোয়ার ভাস্কো।
ফেডারেশনের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর চব্বিশ ঘণ্টা আগেও অবশ্য চূড়ান্ত অব্যবস্থা। অনুশীলনের মাঠ নেই। ইন্দৌরের নেহরু স্টেডিয়ামে একটি মাঠকে দু’ভাগ করে পাড়া -ফুটবলের মতো খেলার আয়োজন করেছিলেন সংগঠকরা। কিন্তু ম্যানেজার্স মিটিংয়ে সব ক্লাবই আপত্তি জানায়। পরে ঠিক হয়, চারটি ম্যাচের দু’টি হবে স্টেডিয়ামে। বাকি দু’টি হবে স্থানীয় স্কুল মাঠে। স্কুলের মাঠটি খুব ছোট। ফোনে মহমেডান কোচ সঞ্জয় সেন বললেন, “চূড়ান্ত অব্যবস্থা। লোকাল ম্যানেজারকে পাচ্ছি না। নিজেদেরই সব করতে হচ্ছে। স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়েছিলাম। মাঠ বেশ শক্ত।” অসমের গ্রিন ভ্যালি -র কোচ হয়েছেন শঙ্কর মৈত্র। তাঁর দলের খেলা সোমবার। |