টুকরো খবর
সহবাগের পাশে লক্ষ্মণ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টের দল থেকে বাদ পড়া বীরেন্দ্র সহবাগের পাশে দাঁড়ালেন জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। “নির্বাচকেরা ভুলে যাচ্ছেন যে ভারতের পরের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ওই সফরের জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। কারণ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল থাকা দরকার,” বলে লক্ষ্মণ যোগ করেছেন, “দক্ষিণ আফ্রিকার ওই কঠিন পরিবেশে সহবাগ ছাড়া ভারতীয় দল আমি কল্পনাই করতে পারছি না। সোজা কথায়, সহবাগকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার বিলাসিতা ভারত করতে পারে না।” চেন্নাইয়ের দু’ইনিংসে ২ এবং ১৯, আর হায়দরাবাদে মাত্র ৬ করার পরে জাতীয় দল থেকে বাদ পড়েন সহবাগ।

শেষ চারে সাইনা
ওয়াং-বধের হুঙ্কার। ছবি: রয়টার্স
এক ঘণ্টা চোদ্দো মিনিট যুদ্ধের শেষে বিশ্বের প্রাক্তন এক নম্বরকে হারিয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল। বিশ্বের তিন নম্বর সাইনা কোয়ার্টার ফাইনালে ২৩-২১, ১৯-২১, ২১-১৬ হারালেন চিনের শিজিয়ান ওয়াংকে। যাঁর সঙ্গে মোট পাঁচ সাক্ষাতে এটা সাইনার চতুর্থ জয়। ওয়াংয়ের পতনে সিঙ্গলসে শেষ হয়ে গেল চিনা চ্যালেঞ্জও। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথম দুই স্থানে থাকা লি জুয়েরুই এবং ইহান ওয়াং প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। ফলে সাইনার সামনে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ। সেমিফাইনালে হায়দরাবাদিকে চ্যালেঞ্জ জানানোর মতো তেমন কোনও খেলোয়াড় আর নেই। এর আগে দ্বিতীয় রাউন্ডে সাইনা ২১-১৬, ২১-১১ হারান ইন্দোনেশিয়ার বেলাইট্রিক্স মানুপুতিকে। তবে হেরে গিয়েছেন পি ভি সিধু। পুরুষ সিঙ্গলসে প্রি-কোয়ার্টারে উঠেছেন পি কাশ্যপ।

বিপদে চেলসি
চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করার পর এ বার ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে চেলসি। শেষ ষোলোর লড়াইয়ে স্টিউয়া বুখারেস্টের কাছে ০-১ হেরে গেলেন টেরি-ল্যাম্পার্ডরা। প্রথম লেগের এই ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোল করেন পেনাল্টি থেকে রাউল রুকেস্কু। অন্য দিকে যাঁকে রোনাল্ডো-মেসির সমান দাবি করছে ইংরেজ প্রচারমাধ্যম, সেই গ্যারেথ বেল তাঁর গোল স্কোরিং ফর্ম অব্যাহত রাখলেন। প্রথম পর্বের ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে টটেনহ্যামের ৩-০ জয়ের প্রথম গোলটি করেন বেল। বাকি দুটো গোল করেন জান ভার্তোঙ্গেন এবং গিলফি সিগার্ডসন।

গ্রেফতার তেভেজ
গাড়ি চালানোর উপর নির্বাসন থাকা সত্ত্বেও ড্রাইভ করার অপরাধে গ্রেফতার হলেন ম্যাঞ্চেস্টার সিটির কার্লোস তেভেজ। পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান। বেশি স্পিডে গাড়ি চালানোর জন্য গত জানুয়ারিতে ছ’মাসের জন্য সাসপেন্ড হয়েছিলেন আর্জেন্তিনীয় ফুটবলার। ম্যাঞ্চেস্টার সিটি এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।

তদন্তের সামনে
আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে তদন্তের সামনে পাকিস্তানের টেস্ট এবং এক দিনের ক্রিকেটের অধিনায়ক মিসবা উল হক। পাকিস্তানের আয়কর দফতরের কর্তারা একই সঙ্গে এই মামলায় শমন পাঠিয়েছেন জাতীয় দলের আরও চার ক্রিকেটার উমর আকমল, আজহার আলি, তৌফিক উমর এবং টি-২০ অধিনায়ক মহম্মদ হাফিজকেও।

নিলামে আত্মজীবনী
যুবরাজ সিংহের আত্মজীবনী ‘দ্য টেস্ট অব মাই লাইফ’-এর প্রথম ২০টি সংস্করণ অনলাইনে নিলাম শনিবারই। ন্যূনতম দর পাঁচ হাজার টাকা। যুবরাজের সই করা এই বিশেষ বইয়ের সঙ্গে পাঠক পাবেন তাঁর হাতে চিঠিও। নিলাম থেকে সংগৃহীত অর্থ যাবে তারকা ব্যাটসম্যানের স্বেচ্ছাসেবী সংস্থায়।

হারল খড়্গপুর
সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে দুর্গাপুর জোনে ডিসিসি ১৬৭ রানে হারাল খড়্গপুর ব্লুজকে। শুক্রবার ডিসিসি মাঠে প্রথমে ব্যাট করে ডিসিসি উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে ৬১ রানেই শেষ হয়ে যায় খড়্গপুর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.