ধৃত মাদক সরবরাহকারী অনুপ সিংহের সঙ্গে বক্সার বিজেন্দ্র সিংহের কোনও সম্পর্ক নেই বলে মনে করছে পঞ্জাব পুলিশ। অনুপের বাড়ি থেকে বৃহস্পতিবার ২৬ কেজি মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। যে সময় তাঁর বাড়ির সামনে বিজেন্দ্রর স্ত্রীর গাড়ি দাঁড় করানো ছিল। প্রাথমিক ভাবে খবর ছড়িয়ে পড়ে যে, পুলিশি জেরায় অনুপ জানান তাঁর ক্রেতার তালিকায় বিজেন্দ্রর নামও আছে। এ দিন অবশ্য পুলিশ জানিয়েছে, অনুপ জেরায় বিজেন্দ্রর নাম উল্লেখ করেননি। অলিম্পিক পদকজয়ী বক্সারের গাড়ি অনুপের বাড়ির সামনে পাওয়া গিয়েছে বলেই তাঁর নামটা তদন্তের সঙ্গে জড়িয়ে গিয়েছে।
স্বভাবতই নিষিদ্ধ মাদক সরবরাহকারীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিজেন্দ্র। এমনতেই সময়টা ভাল যাচ্ছে না পাঁচ বছর আগে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ীর। লন্ডন অলিম্পিকে অনেক আশা ছিল বিজেন্দ্রর উপর। কিন্তু পদকের ধারেকাছে যেতে পারেননি তিনি। গোদের উপর বিষফোঁড়ার মতো আজ পঞ্জাব পুলিশ তাঁর ভাবমূর্তিকে টেনে নামাল। আপাতত হরিয়ানায় নেই বিজেন্দ্র। মুম্বই থেকে ফোনে আনন্দবাজারকে বললেন “অযথা আমার নাম ড্রাগ ডিলারের সঙ্গে জড়ানো হয়েছে। আমার এক বন্ধু আমার স্ত্রীর গাড়ি নিয়ে আমাকে বিমানবন্দরে ছাড়তে এসেছিল। হয়তো সে -ই ওই গাড়ি নিয়ে পঞ্জাবের জিরখপুর গিয়েছে। তবে ওই গাড়িটা জিরখপুরে একটা ফ্ল্যাটের সামনে কী ভাবে পাওয়া গেল সেটা আমি বুঝতে পারছি না ! শুনেছি পঞ্জাব পুলিশ ওই ফ্ল্যাট থেকে ২৬ কেজি হেরোইন পেয়েছে। আমাদের গাড়ি থেকে কিছুই পায়নি। তবুও আমার নাম কেন জড়ানো হয়েছে বুঝতে পারছি না।”
অনুপের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে বিজেন্দ্র আরও বলছেন, “অনেকের সঙ্গেই আমার আলাপ হয়। কারও মাধ্যমে অনুপের সঙ্গেও সে রকম আলাপ হয়েছিল। তবে ওকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। অনুপ হয়তো আমার নাম ব্যবহার করে শাস্তি এড়াতে চাইছে।” বিজেন্দ্রর আরও ব্যাখ্যা, তিনি নিষিদ্ধ মাদক ব্যবহার করলে নিশ্চয়ই ডোপ পরীক্ষায় ধরা পড়তেন। |