|
|
|
|
শিক্ষিকাদের ফুলের তোড়া দিলেন শিক্ষকরা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল ক্যাম্পাসেই ছোট্ট এক অনুষ্ঠানের আয়োজন। যে অনুষ্ঠানে শিক্ষিকাদের হাতে ফুলের তোড়া তুলে দিলেন শিক্ষকেরা। সঙ্গে হল মিষ্টিমুখ। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষিকারা তাঁদের উপলব্ধির কথা বললেন। বললেন নারী-পুরুষের অধিকারের কথা, সাম্যের কথা।
শুক্রবার দুপুরে একটু অন্য ভাবেই আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন হল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল হাইস্কুলে। তবে, প্রথমবার নারী দিবস উদ্যাপন করতে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের সামিল করেননি শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানের পরে অবশ্য তাঁদের মনে হয়, স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিলেই ভাল হত। তাই শিক্ষকরা ঠিক করেছেন, আগামী বছর ৮ মার্চ পড়ুয়াদের নিয়েই অনুষ্ঠান হবে।
গুড়গুড়িপাল হাইস্কুলের সহ-প্রধান শিক্ষক প্রলয় বিশ্বাস বলেন, “এ দিন ছাত্রছাত্রীরা স্কুলে এলেও আমরা বড়রা আলাদা করেই অনুষ্ঠানটা করেছিলাম। আগামী বছর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হবে। এর ফলে, অল্প বয়স থেকেই এই নিয়ে সচেতনতা গড়ে উঠবে।” শুক্রবারের অনুষ্ঠানে শিক্ষিকা-শিক্ষাকর্মী মিলিয়ে ৮ জন মহিলার হাতে ফুলের তোড়া তুলে দেন শিক্ষকেরা। ছিলেন প্রধান শিক্ষক গৌতম ভৌমিকও।
মেদিনীপুর ও খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় নানা ভাবে দিনটি পালন করা হয়। খড়্গপুর আইআইটি’র কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন মহকুমাশাসক আর বিমলা। ডেবরার ভগবানপুরে স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতির উদ্যোগে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে ছিলেন স্থানীয় বিডিও মালবিকা খাটুয়া। সমাজসেবী ও আইনজীবীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। মহিলাদের অধিকার সুনিশ্চিত করতে কী করনীয় তা নিয়ে আলোচনা হয় এ দিন। |
|
|
|
|
|