|
|
|
|
ওয়ার্ড বাড়ানো নিয়ে হল না সিদ্ধান্ত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ওয়ার্ড বাড়ানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারল না মেদিনীপুর পুরসভা। শুক্রবার দুপুরে পুরসভার বোর্ড মিটিং হয়। সেখানে বিষয়টি ওঠে। তবে সিদ্ধান্ত হয়, এত কম সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো অসম্ভব। বিষয়টি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে লিখিত ভাবে জানানো হবে। বৈঠক শেষে মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু বলেন, “৫ তারিখ চিঠি পেয়েছি। ৮ তারিখের মধ্যে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এক কম সময়ের মধ্যে প্রস্তাব পাঠানো অসম্ভব। বিষয়টি লিখিত ভাবেই জানাচ্ছি।”
মেদিনীপুর পুরসভায় এ বার ১টি ওয়ার্ড বাড়ছেএই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোনও একটি ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরি হবে, না কি একাধিক ওয়ার্ডের কিছু অংশ নিয়ে নতুন ওয়ার্ড হবে, শুক্রবারের বোর্ড মিটিংয়ে সে নিয়ে আলোচনার সম্ভাবনা ছিল। এখন মেদিনীপুরে ২৪টি ওয়ার্ড রয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বার ওয়ার্ড সংখ্যা বেড়ে ২৫ হবে। নিয়মানুযায়ী, শুরুতে পুরসভা প্রস্তাব পাঠাবে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসককে। জেলাশাসক বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত নেবেন। এই নিয়ে কারও কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে তা জানবেন। এরপর ওই সব প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবেন জেলা নির্বাচন আধিকারিক। মেদিনীপুরের ক্ষেত্রে শুক্রবারের মধ্যে পুরসভার প্রস্তাব জমা পড়ার কথা ছিল। চলতি বছরের জুন মাসে পুরসভা নির্বাচন হওয়ার কথা।
এ দিকে, জলের সংযোগ দেওয়া ঘিরে জাল-সই কাণ্ডের প্রসঙ্গও বোর্ড মিটিংয়ে ওঠে। সিদ্ধান্ত হয়েছে, যে সব বাড়িতে অবৈধ সংযোগ রয়েছে, সেগুলো কেটে দেওয়া হবে না কি বৈধ করা হবে, তা নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া হবে। আইনজীবী যেমন পরামর্শ দেবেন, সে ভাবেই পরবর্তী পদক্ষেপ হবে।
উল্লেখ্য, অবৈধ ভাবে জলের সংযোগ দেওয়ার জন্য পুরসভার স্ট্যাম্প এবং রসিদ জাল করার অভিযোগ ঘিরে সম্প্রতি শোরগোল পড়েছিল মেদিনীপুরে। দেখা যায়, জলের সংযোগের জন্য বেশ কয়েকজন ব্যক্তি অর্থ দিলেও তা পুরসভার কোষাগারে জমা পড়েনি। ওই অর্থ আত্মসাৎ হয়েছে। এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও করেন পুর-কর্তৃপক্ষ। এরপর প্রশ্ন ওঠে, যাঁরা পুরসভার প্রাপ্য অর্থ দিয়েই বাড়িতে সংযোগ নিয়েছেন, অথচ সেই অর্থ পুরসভার কোষাগারে জমা পড়েনি, সেই সব সংযোগের কী হবে? পুরপ্রধান বলেন, “বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে আইনজীবীর পরামর্শ নেওয়া হবে। আইনজীবী যা পরামর্শ দেবেন, সেই মতো পরবর্তী পদক্ষেপ হবে।” |
|
|
|
|
|