টুকরো খবর |
উড়ালপুল চেয়ে অবরোধ, সামিল হল পড়ুয়ারাও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উড়ালপুল চেয়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকার মানুষ। অবরোধে সামিল হল স্কুল ছাত্রছাত্রীরাও। শুক্রবার সকালে খড়্গপুর লোকাল থানার বসন্তপুরে এই অবরোধের জেরে ব্যাপক যানজট হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীর উদ্যোগে অবরোধ হলেও পরে তৃণমূল নেতাদের মধ্যস্থতাতেই অবরোধ ওঠে। জেলা তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “স্থানীয়দের দাবি যুক্তিসঙ্গত। তবে পথ অবরোধ করে সমস্যার সমাধান হয় না। আমরা অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। স্থানীয়রা সেই অনুরোধে সাড়া দেন।” |
বিক্ষোভে পড়ুয়ারা। ছবি: রামপ্রসাদ সাউ। |
তিনি জানান, উড়ালপুল তৈরির দাবি নিয়ে এ বার তাঁরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন। কর্তৃপক্ষের কাছেও সমস্যার কথা জানাবেন। এই প্রথম নয়, উড়ালপুল চেয়ে আগেও বসন্তপুরে জাতীয় সড়ক অবরোধ হয়েছে। খড়্গপুর-ডেবরার মাঝে এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। আশপাশে স্কুল-স্বাস্থ্য কেন্দ্র, দোকান-বাজার রয়েছে। সড়কের একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য একটি সাবওয়ে রয়েছে। তবে সাবওয়েটি অচল। কেউ ব্যবহার করে না। এই পরিস্থিতিতে উড়ালপুল তৈরি হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে দাবি স্থানীয়দের।
|
প্রহৃত নেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের এক লোকাল কমিটির সম্পাদককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকেদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায় কেশিয়াড়ি থানার আমিলসাই গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ওই রাতে এই গ্রামেরই এক দলীয় কর্মীর বাড়িতে এসেছিলেন সিপিএমের নছিপুর লোকাল কমিটির সম্পাদক গোলাপ ঘোষ। তখন তৃণমূলের লোকেরা তাঁকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। সিপিএমের বক্তব্য, এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতে লোকাল কমিটির সম্পাদককে মারধর করা হয়েছে। তৃণমূলের কর্মী- সমর্থকেরাই এ কাজ করেছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে গোলাপবাবুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উড়িয়ে তৃণমূলের কেশিয়াড়ি ব্লক সভাপতি জগদীশ দাস বলেন, “ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। স্থানীয় লোকজন ওই নেতাকে মারধর করেছেন বলে শুনেছি।” তাঁর কথায়, “ওই নেতা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস করেছেন। গ্রামবাসীরা ক্ষুব্ধ ছিলেন।”
|
প্রশিক্ষণ কর্তাদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনে কী ভাবে মনোনয়ন জমা নিতে হবে সে বিষয়ে প্রশাসনিক কর্তাদের প্রশিক্ষণ দেওয়া হল শুক্রবার। এদিন প্রশিক্ষণ শিবিরটি হয় জেলা পরিষদের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে। প্রশিক্ষণ দেন অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত। প্রশিক্ষণ নিয়েছেন ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও এবং ব্লক নির্বাচন আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকের বেশিরভাগ বিডিও নতুন। অনেকেরই আগে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নেই। অথচ, মনোনয়ন জমা নেওয়া-সহ কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে। যা নিয়ে রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা। যদিও মনোনয়ন জমা নেওয়ার সময় ব্লকস্তরের আরও আধিকারিক ও কর্মীর প্রয়োজন। প্রশিক্ষণ নেওয়া ব্লক আধিকারিকেরা ব্লকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন।
|
চেক বিলি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোপীনাথপুর গ্রামের ছয় বাসিন্দাকে ইন্দিরা আবাস যোজনার প্রথম কিস্তির চেক দেওয়া হল শুক্রবার। খড়্গপুর-২ ব্লকের গোপীনাথপুরে আগুন লেগেছিল কয়েকটি বাড়িতে। পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। ইন্দিরা আবাস যোজনায় বাড়ি করার জন্য ৪৮ হাজার ৫০০ টাকা করে দেয় সরকার। বিডিও সোমা দাস জানান, প্রথম কিস্তিতে ৬ জনকে ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
|
স্কুলের বর্ষপূর্তি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর টাউন স্কুলের ১৩০ বছর উদ্যাপন হল। এই উপলক্ষে শুক্রবার স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিধু- কানহু- বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না, গৌরীপুর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের সম্পাদক স্বামী জয়ানন্দ মহারাজ, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায় প্রমুখ। বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বৃক্ষরোপন, স্মরণিকা প্রকাশ, ছাত্রদের মেধা পুরস্কার ও ছাত্রবৃত্তি প্রদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন ছিল বলে জানান স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী।
|
লক্ষ্য জনসংযোগ
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
জনসংযোগ বাড়ানোর জন্য ২-৭ মার্চ ছ’দিন ধরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা। আইসি মিহিরলাল নষ্কর জানান, থানা চত্বরেই জেলা পুলিশ ও সাধারণ মানুষের মোট ৪৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। অনুধ্বর্র্ ষোলো বিভাগে দাঁতনের সবুজ প্রামাণিক ও সুদীপ্ত প্রমাণিক, পঁয়ত্রিশোর্ধ বিভাগে চণ্ডীচরণ দাস ও খোকন দাস এবং সাধারণ বিভাগে অপূর্ব মূর্ম ও তারাশঙ্কর দে জয়ী হয়। জয়ীদের সকলেই দাঁতনের বাসিন্দা। বৃহস্পতিবার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য, বিডিও জ্যোতি ঘোষ, দাঁতন কলেজের অধ্যক্ষ পবিত্রকুমার মিশ্র প্রমুখ।
|
সুবর্ণজয়ন্তী বর্ষ
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
তিন দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপনের আয়োজন করল দাঁতন ১ ব্লকের পালষণ্ডপুর বন্ধুগোষ্ঠী স্পোর্টিং ক্লাব। শোভাযাত্রার পর উত্সবের উদ্বোধন করেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিডিও জ্যোতি ঘোষ। দাঁতন কলেজের অধ্যক্ষ পবিত্রকুমার মিশ্র প্রমুখ। পালষণ্ডপুর ফুটবল ময়দানে আয়োজিত এই উত্সব গ্রামীণ মেলার চেহারা নিয়েছে। তিন দিনই রয়েছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি। |
|