নিজস্ব সংবাদদাতা • লিলুয়া |
লিলুয়ার নতুনপাড়ায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে পুড়ে দু’টি শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত এক জন। ছাই হয়ে গিয়েছে চারটি ঘর। পুলিশ জানায়, মৃতদের নাম ঘনশ্যাম যাদব (৪৫), নেহা যাদব (৩) ও বিশাল যাদব (৫)। ঘনশ্যাম ওই শিশুদের মেসোমশাই। নেহা-বিশালের বাবা জিতেন্দ্র যাদবকে হাওড়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
স্বজন হারিয়ে কান্না। নিজস্ব চিত্র |
দমকল জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। দু’টি ইঞ্জিন আগুন নেভানোর পরে পুড়ে যাওয়া ঘরের ভিতর থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়। দমকলের অনুমান, আগুনে পুড়ে টালির চাল ভেঙে মাথায় পড়ার ফলে ওই তিন জন আর বেরোতে পারেননি। রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোতলা বাড়ির উপরে টালির চাল দেওয়া চারটি ঘুপচি ঘর ছিল। প্রথমে তারই একটিতে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে চারটি ঘরেই আগুন ছড়িয়ে পড়ে।
কী ভাবে লাগল আগুন?
কেষ্ট দাস ও গণেশ বাগ নামে এলাকার দুই বাসিন্দা জানান, যে-ঘরে প্রথমে আগুন লাগে, স্ত্রী মিনুদেবী, ছেলে বিশাল এবং দুই মেয়ে খুশবু ও নেহাকে নিয়ে সেটিতে থাকতেন জিতেন্দ্র। তিনি শ্রমিকের কাজ করেন। ঘরে বিদ্যুৎ না-থাকায় লম্ফ জ্বালিয়ে কাজ করতেন মিনু। সন্ধ্যায় গ্যাসের সিলিন্ডার বদলানোর সময় লম্ফ থেকেই আগুন লেগে যায়। ঘনশ্যাম এবং নেহা-বিশাল ভিতরে আটকে পড়েন। কোনও রকমে ঘর থেকে বেরিয়ে আসেন মিনু। ধ্রুব যাদব নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, “দেখলাম, দাউ দাউ করে আগুন জ্বলছে। কোনও মতে খুশবুকে বার করে আনি।” আগুনে হাত পুড়ে যায় জিতেন্দ্রের। |