মোটরবাইক উল্টে খেতে, মৃত্যু যুবকের |
একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎস্তম্ভে ধাক্কা মেরে পাশের খেতে উল্টে যাওয়ায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হন তাঁর বাবা ও স্ত্রী। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পোলবার সংগ্রামপুর মোড়ের কাছে। মৃতের নাম বাপি বাউল দাস (২৬)। বাড়ি পোলবারই সুদর্শন গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি অসুস্থ ছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাবা ভ্রমর বাউল দাস এবং স্ত্রী হারানির সঙ্গে তিনি পোলবা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। মোটরবাইকটি চালাচ্ছিলেন ভ্রমরবাবু। মাঝখানে বসেছিলেন বাপি। বাড়ি থেকে কিছুটা এগোতেই ৩৯ নম্বর রুটে ওই দুর্ঘটনা। গুরুতর জখম অবস্থায় তিন জনকে পোলবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বাপিকে মৃত ঘোষণা করেন। ভ্রমরবাবু এবং হারানির অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁদের চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
|
ছিনতাইয়ে বাধা, ধাবাকর্মীকে গুলি |
ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীর গুলিতে জখম হলেন বাগনানের নবাসন গ্রামের এক ধাবা-কর্মী। শুক্রবার ভোরের ঘটনা। মহিবুল খান নামে জখম ওই কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ভোর সাড়ে ৩টে নাগাদ দু’টি মোটরবাইকে চার দুষ্কৃতী মুম্বই রোডের ধারে ওই ধাবার ঢোকে। তখন সেখানে খাচ্ছিলেন একটি ট্রাকের চালক ও খালাসি। দুষ্কৃতীরা চালকের মাথায় রিভলভারের বাট দিয়ে মেরে কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ধাবার এক নিরাপত্তা রক্ষীর কাছ থেকেও টাকা ছিনতাই করে। মহিবুল বাধা দিতে গেলে গুলি করে পালায়।
|
অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রান্তি |
উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে শুক্রবার বিভ্রান্তি ছড়াল আরামবাগের কেশবপুর উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রের খবর, কিছু অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের স্বাক্ষরের জায়গাতেও প্রধান শিক্ষক রাজকুমার খামরুইয়ের সই ছিল। শ’তিনেক পরীক্ষার্থী ওই অ্যাডমিট কার্ড নিতে অস্বীকার করে। প্রধান শিক্ষক নিজে স্কুলেরই কাজে ব্যস্ত থাকায় আসেননি বলে জানান। পরে তিনি টেলিফোনে বলেন, “দফতরের আাধিকারিকদের থেকে জেনেছি, অ্যাডমিট নিয়ে কোনও অসুবিধা হবে না। ভুলবশত আমার স্বাক্ষরের জায়গায় হেরফের হয়েছে। প্রয়োজনে পরে সংশোধনের ব্যবস্থা করা হবে।”
|
সাঁকরাইলে গুলিতে খুন আদার কারবারী |
এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হল হাওড়া জেলার সাঁকরাইলের ধূলাগড়ি ট্রাক-টার্মিনাসের ভিতরের সব্জি বাজারের কাছে। শুক্রবার সন্ধ্যার ঘটনা। নিহতের নাম শিবনারায়ণ প্রসাদ (৫০)। বাড়ি শিয়ালদহে। পুলিশ জানায়, তিনি আদার পাইকারি ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে এ দিন ওই বাজারে আসেন। ফেরার সময়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান।
|
ডোমজুড়ের গাবতলায় চামুণ্ডামাতার পুজো উপলক্ষে চলছে সপ্তাহব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার অন্নকূট উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বলে জানান উৎসবের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক সোমনাথ চক্রবর্তী।
|
বাড়ির সামনেই এক দুষ্কৃতীকে গুলি-বোমা ছুড়ে খুন করা হল শ্রীরামপুরের ধর্মতলায়। বৃহস্পতিবার রাতের ঘটনা। নিহতের নাম গাবলু দে (৩৬)। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে খুনের অভিযোগে তারক চট্টোপাধ্যায় এবং প্রণব মালিক নামে দু’জনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। ভাগ-বাটোয়ারা নিয়ে গোলমালেই ওই দুষ্কৃতী তার বিরুদ্ধ গোষ্ঠীর লোকের হাতে খুন হন বলে প্রাথমিক তদন্তে জানায় পুলিশ।
|
ন্যায্য মূল্যে আলু কেনা, বিভিন্ন সরকারি প্রকল্পের যথাযথ পরিষেবা-সহ কয়েক দফা দাবিতে শুক্রবার চণ্ডীতলা ১ বিডিও পৃথ্বীশকুমার সামন্তকে স্মারকলিপি দিল সিপিএমের কৃষকসভা। পথ অবরোধও হয়। |