কেন্দ্র কথা রেখেছে। তাই এ বার রিজার্ভ ব্যাঙ্কও ‘কথা রেখে’ সুদ কমাক। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন পর্ষদের সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিলেন পি চিদম্বরম। অর্থমন্ত্রীর এই আশা হয়তো এ দিন সরাসরি খারিজ করেননি রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর ডি সুব্বারাও। কিন্তু তা বলে চড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নিজের পরিচিত যুদ্ধং দেহি মনোভাব থেকে সরেও আসেননি তিনি। তাঁর মতে, মূল্যস্ফীতিতে রাশ টানাও বৃদ্ধি ত্বরান্বিত করার অন্যতম শর্ত। |
বৃদ্ধির চাকায় গতি আনতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর আর্জি দীর্ঘ দিন ধরেই জানিয়ে আসছেন চিদম্বরম। বাজেট পেশের পর আরও জোরালো ভাবে এই সওয়াল পেশ করেছেন তিনি। উল্টো দিকে, প্রথম থেকেই শীর্ষ ব্যাঙ্কের যুক্তি ছিল, মূল্যবৃদ্ধি এখনও যথেষ্ট চড়া। তাই আগে তার পায়ে বেড়ি পড়াতে রাজকোষ ঘাটতি কমাক কেন্দ্র। তাই এ দিন অর্থমন্ত্রী দাবি করেন, চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি ৫.২ শতাংশে বেঁধে রাখার ‘কথা রেখেছেন’ তিনি। আগামী বছর তা নেমে হবে ৪.৮%। তাই তাঁর আশা, বাজেটে আর্থিক অবস্থা আঁটোসাঁটো করার যে পথ তাঁরা নিয়েছেন, তা মাথায় রেখেই সুদ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে আরবিআই। উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ঋণনীতি নির্ধারণ করবে আরবিআই। সুব্বারাও অবশ্য জানান, মূল্যবৃদ্ধি এখন এমনিতেই বেশি থাকবে, এমন তত্ত্বে তিনি বিশ্বাসী নন। বরং জোগান বাড়িয়ে মূল্যবৃদ্ধির এই অসুরকে দমন করা সম্ভব বলে মনে করেন তিনি। ঘাটতিতে রাশ টানা নিয়ে অর্থমন্ত্রীর দাবিকে খারিজ না করলেও তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “দেশের অর্থনীতির যা হাল, তাতে উন্নয়নমূলক প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দের ক্ষমতা কেন্দ্রের নেই।” |