আন্তর্জাতিক বাজারের হাত ধরে টানা উত্থানের সোনার দৌড় বজায় রাখল ভারতের শেয়ার বাজার। শুক্রবারও সেনসেক্স উঠল ২৬৯.৬৯ পয়েন্ট (চলতি বছরে এখনও পর্যন্ত সব থেকে বেশি)। এই নিয়ে গত চার দিনে মোট ৭৬৪.৭১। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়াল ১৯,৬৮৩.২৩ অঙ্কে। যা গত এক মাসে সর্বোচ্চ। এর সঙ্গে তাল মিলিয়ে ডলারের সাপেক্ষে টাকারও দাম বেড়েছে ২৮ পয়সা।
বিশেষজ্ঞদের মতে, এ দিন ভারতীয় বাজার ওঠার অন্যতম কারণ বিশ্ব জুড়ে বিভিন্ন বাজারের উত্থান। ইন্ধন জুগিয়েছে ১৯ মার্চ ঋণনীতি পর্যালোচনায় রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর আশাও। এলআইসি-নোমুরা মিউচুয়াল ফান্ডের সিইও নীলেশ সাঠে-র আশা, “সূচক ৩ মাসেই ২১ হাজার ছোঁবে।” |
শুধু শুক্রবার নয়, আমেরিকা-সহ বিশ্ব বাজার চাঙ্গা ছিল বৃহস্পতিবার থেকেই। তাদের আশা ছিল, মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পোক্ত পরিসংখ্যান পেশ করবে মার্কিন অর্থনীতি। কমবে বেকারত্বের সংখ্যা। এর সঙ্গে যোগ হয়েছিল চিনের রফতানি বাড়ার খবরও। মূলত এই দুইয়ের দৌলতেই এ দিনও ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশের শেয়ার বাজারের মুখই ছিল উপরের দিকে। এমনকী কোনও কোনও সূচক, যেমন আমেরিকার ডাও জোন্স (বৃহস্পতিবার), জাপানের নিক্কেই, জার্মানির ড্যাক্স ইত্যাদি পৌঁছেছে গত চার-সাড়ে চার বছরের সর্বোচ্চ অঙ্কে। আমেরিকা নিরাশ করেনি। সেখানে ফেব্রুয়ারিতে নতুন চাকরি তৈরি হয়েছে ২.৩৬ লক্ষ। ফলে বেকারের সংখ্যা কমেছে ৭.৭%। যা ২০০৮-এর পর রেকর্ড। |