টুকরো খবর
অপহরণের চেষ্টায় ধৃত
সিটি সেন্টারে তরুণী অপহরণের চেষ্টার ঘটনায় ফরিদপুর থেকে একজনকে ধরল পুলিশ। ধৃতের নাম অমিত বাউড়ি। শুক্রবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণীকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে গাড়ির খোঁজ শুরু করে পুলিশ। ৪ মার্চ কবিগুরু এলাকায় এক মহিলাকে লক্ষ করে গাড়ি থেকে মদের বোতল ছোঁড়া হয়। পুলিশ তদন্তে নেমে গাড়ির নম্বর শনাক্ত করে। পরিবহন দফতরের সঙ্গে যোগাযোগ করে জানা যায় গাড়িটি ফরিদপুরের কানাই বাউড়ির। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ওই তরুণী এবং ওই মহিলা দু’জনেই গাড়িটি শনাক্ত করেন। পুলিশ কানাইবাবু ছেলে অমিতকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অমিত দুটি ঘটনাতেই জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

নারী দিবসে নানা অনুষ্ঠান
বিশ্ব নারী দিবস উপলক্ষে ইসিএলের কুনস্তরিয়া এরিয়া গেস্টহাউস প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজন করল ইসিএলের মহিলা সংগঠন উইপস। অনুষ্ঠানের সূচনা করেন ইসিএলের ডিপি সুশীল শ্রীবাস্তব। সংস্থার মহিলা কর্মীদের কাজের ভিত্তিতে প্রথম হয় শ্রীপুর এরিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সাতগ্রাম এবং কুনস্তরিয়া এরিয়া। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি করেন স্কুলের ছাত্রছাত্রীরা। অন্ডালের পরাশকোলেও এ দিন নানা অনুষ্ঠান করে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি। ডিওয়াইএফআই-এর মহিলা কর্মীরা অন্ডাল মোড়ে নারী স্বাস্থ্য, শিক্ষা বিষয়ে আলোচনা করেন। অন্ডালের রামপ্রসাদপুর তেঁতুলবাগানে মা ও শিশুর স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ডিভিসি, অন্ডাল ইউনিট।

ট্রেন থেকে ল্যাপটপ চুরি, গ্রেফতার
চলন্ত ট্রেন থেকে এক মহিলার ল্যাপটপ চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল জিআরপি। ধৃতের নাম মহম্মদ নৌসাদ। আসানসোল উত্তর থানার ওকে রোড এলাকার বাসিন্দা তিনি। গত ১ মার্চ আগ্রা থেকে কলকাতা যাওয়ার পথে ট্রেনের সংরক্ষিত বাতানুকুল কামরা থেকে বেলজিয়াম নিবাসী এলিস ঘুকুন্ডের ল্যাপটপ চুরি হয়েছিল।

পাট্টা বিলিতে দুর্নীতির অভিযোগ
পাট্টা বিলিতে স্বজনপোষণ এবং দুর্নীতি অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার সিপিএম পরিচালিত জেমারী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই অভিযোগে বিক্ষোভও দেখায় তারা। প্রধানকে দাবিপত্রও দেওয়া হয়। গ্রামপ্রধান নিমাই গোপ অবশ্য জানান, কোনও রকম দূর্নীতি হয়নি। আমাদের পঞ্চায়েত এলাকার ৪৬ পরিবার ওই প্রকল্পের পাট্টার জমি পেয়েছেন।”

পানীয় জলের দাবিতে বিক্ষোভ
পরিস্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। তাঁদের অভিযোগ, প্রায় পাঁচ মাস ধরে পানীয় জল পাচ্ছেন না তাঁরা। শুক্রবার এ নিয়ে রানিগঞ্জের চাপুই কোলিয়ারি কার্যালয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখান। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পর সিদ্ধান্ত নেবেন।

বধূ নির্যাতন, ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে ধরল পুলিশ। ধৃতের নাম গোবর্ধন তুড়ি। তাঁর স্ত্রীর অভিযোগ, ২০১২ সালে তাঁর সঙ্গে গোবর্ধনের বিয়ে হয়। মাস খানেক আগে তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.