খেলার টুকরো খবর

হারল নেতাজি সঙ্ঘ
বর্ধমান দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে গলসি উদয়ন সঙ্ঘ ৮ উইকেটে হারাল পারবীরহাটা নেতাজি সঙ্ঘকে। নেতাজি ২৩.১ ওভারে ৮৩ রান করে। দলের দেবনন্দ মাহাতো করেন ২৫ রান। গলসির রাজীব বসাক ২৫ রানে ৩ উইকেট, সোমেন কোনার ৩০ রানে ৩ উইকেট নেন। পরে গলসি করে ১৪.৪ ওভারে ৮৫-২ রান করেন। শুভম বিশ্বাস করেন ৩২ ও প্রসেনজিৎ মণ্ডল করেন অপরাজিত ২৯ রান। দ্বিতীয় ডিভিশনের অপর ম্যাচে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৮ উইকেটে হারায় নির্ভীক সঙ্ঘকে। প্রথমে নির্ভীক করে ২৮.১ ওভারে ১২২ রান করে। প্রসেনজিৎ সরকার করেন ৩৬ রান, বিকাশ সিংহ করেন ২৮ রান। সুব্রতর মহম্মদ মিরাজ আনসারি ২৬ রানে ৩ উইকেট ও মহম্মদ সরিফ ২৪ রানে ৩ উইকেট নেন। পরে সুব্রত ২৮.৩ ওভারে ১২৬-২ রান করে। মহম্মদ মিরাজ আনসারি ব্যাট হাতে অপরাজিত ৫৪ রান, দীপঙ্কর বারুই অপরাজিত ২৮ রান করেন।

ফাইনালে শিবাজি
দুর্গাপুরের এমএএমসি মাঠে জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে এসপি হাজরা ট্রফির ফাইনালে উঠল বর্ধমানের শিবাজি সঙ্ঘ। শুক্রবার সেমিফাইনালে শিবাজি হারায় দুর্গাপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ৪০ ওভারে ২৪০-৭ রান করে। দলের বাপ্পাদিত্য দে করেন ৫০ রান। শিবাজীর মানস লোহার ১৫ রানে ৩ উইকেট নেন। পরে শিবাজি ৩৩ ওভারে করে ১৪১-৪ রান। দলের গুরুপ্রসন্ন চট্টরাজ করেন ৭৪ রান, সন্তোষ জয়শোয়ারা ৫৪ রান ও কাঞ্চন মাইতি অপরাজিত থেকে ৪০ রান করেন।

মাঠ ছাড়ল সানডে

দুর্গাপুর এমএএমসি মাঠে আয়োজিত হল সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে শুক্রবার খেলা অসম্পূর্ণ রেখে মাঠ ছাড়ল সানডে সিএ। রেলমাঠের খেলায় পূর্বরেলের আনা বলে সানডে সিএ প্রথমে ব্যাট করে ১৫১ রান করে। কিন্তু সানডে-র আনা বল নিম্ন মানের এই অভিযোগে পূর্বরেলের খেলোয়াড়রা খেলতে চাননি। পরে সানডে মহকুমা ক্রীড়া সংস্থার কাছ থেকে বল কিনে নিয়ে যায়। আম্পায়ার ঘোষণা করেন, দীর্ঘ সময় নষ্ট হওয়ার জন্য সাত ওভার খেলা কম হবে। এই সিদ্ধান্ত মানতে না চেয়ে সানডে মাঠ ছেড়ে চলে যায়। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমল সরকার জানান, আলোচনার পর এই খেলার ফলাফল ঘোষণা করা হবে।

জিতল নেতাজি
বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্রিকেটে নেতাজি মহাবিদ্যালয় ৫৭ রানে হারাল কাটোয়া কলেজকে। ৩৫ ওভারে নেতাজি করে ১৬৫ রান। কাটোয়া ৩৪ ওভারে ১০৮ রান করেন। অন্য একটি ম্যাচে মানকর কলেজ ৩ উইকেটে হারায় বাঁকুড়া ক্রিশ্চান কলেজকে। প্রথমে বাঁকুড়া করে ৩৫ ওভারে ১৭৯ রান। জবাবে মানকর ৩৪.১ ওভারে ১৮২-৭ রান করেন। কলেজের তন্ময় ঘোষ ৫০ রান করে অপরাজিত থাকেন।

ওয়ার্ড ক্রিকেট
ফের শত রান করলেন ৬ নম্বর ওয়ার্ডের অনিন্দ্য মুখোপাধ্যায়। তাঁর ১০১ রানের দৌলতে কাটোয়া পুরসভার ওয়ার্ড ভিত্তিক ক্রিকেটে তৃতীয় স্থান পেল ৬ নম্বর ওয়ার্ড। কোয়ার্টার ফাইনালে ১৮ নম্বর ওয়ার্ডের বিরুদ্ধে অনিন্দ্য শত রান করেছিলেন। শুক্রবার কাটোয়া স্টেডিয়াম ময়দানে ৬ নম্বর ওয়ার্ড ৫০ রানে ৪ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয়। এ দিন ৬ নম্বর ওয়ার্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। জবাবে ৪ নম্বর ওয়ার্ড ১১২ রান করে। রবিবার ফাইনাল খেলায় মুখোমুখি হবে ৫ ও ১৪ নম্বর ওয়ার্ড।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.