আজকের শিরোনাম
রাজ্যের অটোয় মিটার বাধ্যতামূলক, নির্দেশ কলকাতা হাইকোর্টের
দু’মাসের মধ্যে কলকাতা-সহ রাজ্যের সমস্ত অটোয় মিটার লাগানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আইনজীবী রমাপ্রসাদ সরকারের করা একটি জনস্বার্থ মামলার রায়ে আজ এই নির্দেশ জারি করা হয়। রাজ্যে অটোরাজের বিরুদ্ধে নিত্যযাত্রীদের অভিযোগ অজস্র। নিজেদের মর্জিমাফিক রুটে অটো চালানো থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, খেয়ালখুশিমতো ভাড়া নেওয়ায় বিরক্ত নিত্যযাত্রীরা। আশা করা যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের এই নির্দেশে মিটবে সমস্ত অভিযোগ। এই রায়ের ফলে অটোর রুট ও ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অটোর ইউনিয়নগুলির ভূমিকা সম্পূর্ণ খর্ব হবে বলে আশা করা যায়। অটোর ভাড়া ও যাত্রাপথের বিভিন্ন পর্যায় এ বার থেকে ঠিক করবে রাজ্যের পরিবহণ দফতর।

মাদকচক্রে বিজেন্দ্র সিংহের জড়িত থাকার জল্পনা
আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার ‘অভিযোগ’ উঠল বিজেন্দ্র সিংহের বিরুদ্ধে। মাদক পাচারচক্রের দুই চাঁইকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অভিযুক্ত আর এক বক্সার রাম সিংহও। ঘটনার সূত্রপাত ৩ মার্চ। ৫৪০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার হয় অনুপ সিংহ নামে এক ব্যক্তি। তাকে জেরা করে চণ্ডীগড়ের একটি ফ্ল্যাট থেকে আনুমানিক ১৩০ কোটি টাকা মূল্যের ২৬ কিলোগ্রাম মাদক উদ্ধার করে পঞ্জাব পুলিশ। জেরায় ধৃতরা তাদের সঙ্গে বিজেন্দ্র সিংহ ও রাম সিংহের যুক্ত থাকার কথা জানায়। অন্যদিকে সেই ফ্ল্যাটের সামনে থেকে বিজেন্দ্র সিংহের স্ত্রীর গাড়ি উদ্ধার হওয়ায় ঘটনাটি নাটকীয় মোড় নেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে বিজেন্দ্র সিংহ ও রাম সিংহকে জেরা করা হবে বলে জানিয়েছেন পঞ্জাবের পুলিশ সুপার। তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন বিজেন্দ্র সিংহ।

ঘেরাও উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
অবশেষে ২১ ঘন্টা পর ঘেরাও উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার-সহ কয়েকজন কর্তাকে ঘেরাও করে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গার্ডেনরিচ কাণ্ডের পর রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্রভোট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই নির্দেশের ভিত্তিতেই এখনই কোনও নির্বাচনের দিন ঠিক করা হবে না বলেই উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছাত্রভোটের বিপক্ষে নন। দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘেরাওয়ের বিরোধিতা করে রাজ্যপাল বলেছেন যে কোনও ঘেরাওয়েরই বিরোধী তিনি।

জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা
জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল নববধূ-সহ ৬ জন যাত্রীর। বাসটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নববধূ-সহ ৬ জন বরযাত্রীর। গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি আছেন আরও ১৫ জন যাত্রী। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই বাড়িতেই। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাতেও়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.