একটি ছবির শ্যুটিংয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার, ধর্মতলায় একটি ট্রামে। ছবি: সুদীপ্ত ভৌমিক
|
পারিবারিক
জ্যাঠতুতো দিদির বিয়ে উপলক্ষে বুধবার রাতে কেশপুরের মহিষদায় দেশের বাড়িতে এসেছিলেন নায়ক দেব।
দেবের
সেজো জেঠু
তারাপদ অধিকারীর মেয়ে সঙ্গীতার বিয়ে ছিল বৃহস্পতিবার। বিয়ের অনুষ্ঠানে অবশ্য থাকতে
পারেননি টলিউডের খোকাবাবু।
বুধবার দেশের বাড়িতে কাটিয়ে বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মহিষদা ছাড়েন
তিনি। প্রায় দু’বছর পর দেবকে কাছে পেয়ে
পরিবারের সকলেই খুশি। খুশি নায়কও। সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।
|
একটি টিভি অনুষ্ঠানের শ্যুটিং সেটে বলিউড অভিনেত্রী
বিপাশা বসু। বৃহস্পতিবার মুম্বইয়ে। ছবি: এএফপি |