ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেসের দেহ বৃহস্পতিবার নিয়ে আসা হল কারাকাসের মিলিটারি অ্যাকাডেমিতে, যেখান থেকে শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে পর্যন্ত এখানেই রাখা থাকবে জাতীয় পতাকায় মোড়া কফিনটি। বহু অনুগামীদের ভিড়ের মধ্যে দিয়ে এ দিন আট কিলোমিটার পথ নিয়ে আসা হয় তাঁর দেহ। শেষযাত্রায় উপস্থিত ছিলেন আর্জেন্তিনা, বলিভিয়া এবং উরুগুয়ের প্রেসিডেন্ট।
|
শ্রীলঙ্কা নীতি নিয়ে চাপের মুখে কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন |
শ্রীলঙ্কা নীতি নিয়ে সংসদে প্রবল চাপের মুখে পড়ল কেন্দ্র। শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে কেন্দ্রের নীতি স্পষ্ট করার দাবি জানিয়েছে ডিএমকে-সহ বিভিন্ন দল। এলটিটিই’র বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্বে শ্রীলঙ্কা সেনাবাহিনী তামিলদের গণহত্যা করেছে বলে অভিযোগ নানা শিবিরের। এলটিটিই প্রধান ভি প্রভাকরণের ১২ বছরের ছেলে বালচন্দ্রনের মৃত্যু নিয়ে কিছু ছবি প্রকাশিত হয় বিদেশি সংবাদমাধ্যমে। বালচন্দ্রনকে ঠাণ্ডা মাথায় খুন করার ইঙ্গিত ছিল ওই ছবিগুলিতে। তার পর আরও চাপে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার পরিষদে গৃহীত প্রস্তাবকে আগেই সমর্থন করেছিল ভারত। ওই প্রস্তাব সমর্থন না করলে সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছিল ডিএমকে। আগামী সপ্তাহে ফের জেনিভায় বসবে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠক। ওই বৈঠকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তাব পেশ হওয়ার কথা। সেই প্রস্তাবকে সমর্থন করা নিয়ে সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে ডিএমকে, এডিএমকে-র মতো দলগুলি। আজ লোকসভায় বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলেন ডিএমকে সাংসদ টি আর বালু। তাঁর বক্তব্য, “শ্রীলঙ্কায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে ভারতের নীতি কী তা কেন্দ্রের স্পষ্ট ভাবে জানানো উচিত।” তাঁকে সমর্থন করেন বিজেপি, এডিএমকে সাংসদরাও। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তামিলদের গণহত্যা কোনও ভাবেই সমর্থন করে না ভারত। কিন্তু শ্রীলঙ্কায় চিনা প্রভাব বাড়ছে। তাই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকারকেও চটাতে চায় না নয়াদিল্লি।
|
মোদীর বক্তৃতা বাতিল, বিক্ষোভ আমেরিকায় |
বেআইনি অন্যের কথোপকথনে আড়ি পাতা এবং তা সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়ার দায়ে এক বছরের জেল হল ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির। এর আগে অক্টোবরে রাজস্ব দুর্নীতির মামলাতেও তাঁর চার বছর জেল হয়েছিল। আপিল করে জেলযাত্রা ঠেকিয়ে রেখেছেন বার্লুসকোনি। এ ক্ষেত্রেও তাই করবেন তিনি। |