খেলার টুকরো খবর |
|
ওয়ার্ড ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেটে প্রতিযোগিতার ফাইনালে উঠল ৫ ও ১৪ নম্বর ওয়ার্ড। বৃহস্পতিবার কাটোয়া স্টেডিয়াম ময়দানে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৬ নম্বর খুব তাড়াতাড়ি ৫৫ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে। ইনিংসের হাল ধরেন সাতচল্লিশ বছরের অনিন্দ্য মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত ১৪৯ রান তোলে ৬ নম্বর ওয়ার্ড। ৫ নম্বর ৬ উইকেটেই সেই রান তুলে নেয়। তাদের হয়ে উল্লেখযোগ্য রান করেন অরিন্দম দাস। দ্বিতীয় খেলাটিতে বোলারদের দাপট দেখা যায়। ৪ নম্বরের বোলারদের দাপটে মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় ১৪ নম্বরের খেলা। কিন্তু ১৪ নম্বরের বোলারদের পাল্টা আক্রমণে ২৮ রান আগেই শেষ হয়ে যায় ৪ নম্বর ওয়ার্ডের খেলা। তাদের হয়ে ভাল বল করেন প্রভাকর দাস ও শান্তনু দাস। আজ তৃতীয় স্থান নির্ধারণের খেলা হবে।
|
জিতল কল্যাণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেটে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ১০ উইকেটে হারাল আদিত্য স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে আদিত্য ৩১.১ ওভারে করে ১০৫ রান। দলের রাজনারায়ণ সাউ ও অনুপম চট্টোপাধ্যায় দু’জনেই করেছেন ২২ রান করে। কল্যাণের রাতুল রায় ২১ রানে ৩, রাজা অধিকারী ২০ রানে ২ ও জয়দীপ রায় ২৩ রানে ২ উইকেট দখল করেন। জবাবে কল্যাণ ১৬ ওভারে বিনা উইকেটে ১০৭ রান তুলে দেয়। তাদের অভিজিত মণ্ডল ৫৮ ও অর্ক সাহা ৪০ রান করে অপরাজিত থাকেন। অভিজিতই ম্যাচের সেরা।
|
ফাইনালে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ভলিবলের ফাইনালে উঠল বর্ধমান রাজ কলেজ ও হরিপাল মহাবিদ্যালয়। প্রথম সেমিফাইনালে রাজ কলেজ ৩-০ সেটে হারায় কালনা কলেজকে। দ্বিতীয় সেমিফাইনালে হরিপাল একই ব্যবধানে হারায় হুগলির খলিসানি কলেজকে। ফাইনাল হবে ১৪ মার্চ।
|
জিতল ডিসিসি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় জিতল ডিসিসি। এমএএমসি মাঠে তারা ডিএম বিবেকানন্দকে ৭৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে ডিসিসি সব উইকেট হারিয়ে ১৯৩ রান করে। |
|