জাল ভোটার কার্ড তৈরিতে গ্রেফতার |
জাল ভোটার কার্ড তৈরির অভিযোগে দুটি জেরক্সের দোকানের মালিককে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে বালুরঘাট শহরের বাস স্ট্যান্ড লাগোয়া টাউন ক্লাব এবং ডাকবাংলো পাড়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম ঋষিকেশ সাহা এবং বিকাশ সরকার। এক পুলিশ কর্মী ছদ্মবেশে গিয়ে নিজেকে তপন থানার লস্করহাট এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে এপিক কার্ড তৈরির বরাত দেন। এদিন কথা মতো ২ হাজার টাকা নিয়ে ছদ্মবেশি পুলিশ কর্মী ওই দোকানে গিয়ে হাতানাতে ঋষিকেশবাবুকে ধরে ফেলেন। ধৃত ঋষিকেশবাবু তিনি বলেন, “আমাদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”
|
শ্যালকের বিয়েতে গিয়ে শ্বশুরবাড়িতে মারা গেলেন জামাই। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের দক্ষিণ কামাখ্যাগুড়ি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম উকিল বাড়িয়া (৩৬ )। বাড়ি কোচবিহারের বড় শালবাড়ি গ্রামে। পেশায় দিনমজুর উকিলবাবু স্ত্রী মালতি দেবী ও তিন মেয়েকে নিয়ে গত সোমবার শ্বশুরবাড়িতে যান। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় অস্বস্তি বোধ করেন। মুখ দিয়ে গ্যাজলা বার হয়। প্রথমে তাঁকে কামাখ্যাগুড়ি হাসপাতালে এবং পরে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পুলিশ জানায়, ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। মৃতের স্ত্রী মালতি দেবী বলেন, “কী করে এটা হল বুঝতে পারছি না।”
|
ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক ফেরিওয়ালার মৃত্যু হল। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহার থানার কুরমানপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সুবীর সাহা (৩৫)। বাড়ি ইটাহার থানার শ্যামাপল্লি এলাকায়। এ দিন তিনি সাইকেলে ইটাহার থেকে বৈদড়া যাচ্ছিলেন। মালদহগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
|
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি পৃথক সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা ভবন চালু হল। বুধবার ভবনের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। ওই ভবন তৈরি করতে খরচ হয়েছে ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা।
|
দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম স্কুলে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে অস্থায়ী শৌচাগারে একদল ছাত্র আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে। স্কুল সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার সময় নকল করতে দেওয়া হয়নি। ওই কারণে একদল ছাত্র এই কান্ড ঘটায়। |