|
|
|
|
চেয়ারম্যান পদে মনোনয়ন পেশ নান্টুর, বিতর্ক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের বিতর্কের মুখে পড়লেন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর নান্টু পাল। কংগ্রেসের প্রতীকে ১১ নম্বর ওয়ার্ড থেকে তিনি জিতেছিলেন। অথচ বুধবার চেয়ারম্যান পদে তৃণমূল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন নান্টু পাল। আর তাতেই বিতর্ক দানা বেধেঁছে। কারণ, প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছেন, “কংগ্রেস থেকে ইস্তফা না দিয়ে অন্য দলের হয়ে প্রার্থীপদ দাখিল করায় দল বিরোধী আইনে পড়বেন নান্টু পাল।” একই মত কংগ্রেস নেতাদের অনেকেরই। তৃণমূলের অন্দরের খবর, দল বিরোধী আইন প্রয়োগ হলে কী হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন রাজ্যের শাসক দলের দার্জিলিং জেলা নেতাদের অনেকেই। কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, নান্টুবাবুর বিরুদ্ধে দল বিরোধী আইন প্রয়োগের দাবির প্রক্রিয়া শুরু হয়েছে।
যদিও চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে সমঝোতার রাস্তা খোলা রাখতে চায় কংগ্রেস। বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী সবিতা অগ্রবাল। যিনি বাম সমর্থিত কংগ্রেস বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এমতাবস্থায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে চিঠি দিয়েছেন দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব। কর্তারা। কংগ্রেসের তরফে ওই চিঠিতে জোটের শর্ত মেনে চেয়ারম্যান পদে সমর্থন দাবি করা হয়েছে।
তবে তৃণমূলের পুরসভার পরিষদীয় দলনেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বক্তব্য, “যে প্রস্তাব জানিয়ে কংগ্রেসের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে তা মানা যায় না। বর্তমান পরিস্থিতির পরিবতর্ন হয়েছে। এখন আমাদের কাউন্সিলর সংখ্যা ১৫ জন। কংগ্রেসের কাউন্সিলর ১৪ জন। তাই বোর্ডে জোটসঙ্গী হিসেবে থাকলেও চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল লড়বে।” তবে কংগ্রেস যদি মেয়র পদ ছেড়ে দেয়, তবে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করা যাবে বলে জানান গৌতমবাবু।
যদিও তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি মানতে নারাজ কংগ্রেস। তাঁদের দাবি, নান্টুবাবু কাউন্সিলর পদ ছেড়ে নতুন করে নির্বাচেনর মাধ্যমে জয় লাভ করলেই তৃণমূল সংখ্যায় যে ১৫ জন সেটা মানবেন তাঁরা। তাৎপর্যপূর্ণ হল, বামেরা চেয়ারম্যান নির্বাচনে অংশ নিচ্ছেন না। ভোটাভুটিতেও থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাই কংগ্রেস-তৃণমূলের মধ্যে ভোটাভুটি হলে সকলে দলীয় নির্দেশ মানলে নান্টুবাবুর জেতার কথা। জিতলেও দল বিরোধী আইন প্রয়োগ হলে নান্টুবাবুর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কংগ্রেস-তৃণমূল দুই শিবিরেই চলছে জোর জল্পনা। |
|
|
|
|
|