|
|
|
|
বুদ্ধের বিরুদ্ধে মামলা, বিজ্ঞাপন দিতে নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানি মানহানির মামলাটি বিচারের জন্য গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মামলাটি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। তাঁর আইনজীবী অভ্রজিৎ মিত্র বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চে বলেন, বুদ্ধবাবু দু’টি সংবাদ চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে যে-মন্তব্য করেছেন, তাতে তাঁর মানহানি হয়েছে। তার প্রতিকার চেয়েই মামলা করেছেন তাঁর মক্কেল।
বুদ্ধবাবুর পক্ষে এ দিন কোনও আইনজীবী হাইকোর্টে হাজির ছিলেন না। আইনজীবী বিকাশ ভট্টাচার্য পরে জানান, বুদ্ধবাবু যে-হেতু এই মামলার প্রতিলিপি পাননি, তাই তাঁর পক্ষে আইনজীবী দাঁড়ানোর প্রশ্ন নেই। বিচারপতি আবেদনকারীকে একটি ইংরেজি এবং একটি বাংলা সংবাদপত্রে মামলার বিষয়বস্তু জানিয়ে বিজ্ঞাপন দিতে বলেন। চার সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে। মানহানির কারণে কত ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, আবেদনকারী আবেদনে তা উল্লেখ করেননি। আবেদনকারীর আইনজীবী বিচারপতিকে জানান, ক্ষতিপূরণের বিষয়ে তাঁরা হাইকোর্টের সিদ্ধান্তই মেনে নেবেন। পরবর্তী শুনানির দিন পরে জানানো হবে। সাম্প্রতিক কালে রাজনৈতিক নেতানেত্রীদের মন্তব্যকে কেন্দ্র করে দু’টি মানহানির মামলা হয়েছে। একটি করেছিলেন সিপিএমের পূর্বতন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে। অন্যটি করেন মুকুল রায়। তিনি মামলা করেছিলেন প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে। ওই দু’টি মামলার বিচার এখনও শেষ হয়নি। তবে অনিলবাবুর মৃত্যু হওয়ায় তাঁর দায়ের করা মামলার আর কোনও মূল্য নেই। মুকুলবাবুর এ বারের মামলাটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই ঔৎসুক্যের সৃষ্টি হয়েছে। |
|
|
|
|
|