শস্য বিমা নিয়ে বাম-রাজ্য তরজা
রাজ্য সরকার শস্য বিমার টাকা না দেওয়ায় রবি চাষ নষ্ট হলে কৃষকরা কোনও ক্ষতিপূরণ পাবেন না বলে অভিযোগ করলেন সিপিএমের কৃষক নেতা মদন ঘোষ। বুধবার কৃষকদের সমস্যা নিয়ে চার বাম দলের কৃষক সংগঠনের নেতারা বৈঠকে বসেন। মদনবাবুর অভিযোগ, রাজ্য সরকার প্রিমিয়ামের টাকা না দেওয়ায় বিমা সংস্থাগুলি রবি চাষের বিমা বাতিল করেছে। ফলে আলু, ধান থেকে আরম্ভ করে অন্য সব্জি নষ্ট হলেও কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না।
রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক অবশ্য বামেদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “ওঁরা মিথ্যা কথা বলছেন। শস্য বিমা বাবদ রাজ্য সরকার এ পর্যন্ত ১৪ কোটি টাকা জমা দিয়েছে। বাকি টাকা দেবে কেন্দ্রীয় সরকার।” ফসল নষ্ট হলেও কৃষক ক্ষতিপূরণের টাকা পাননি, এমন উদাহরণ মদনবাবুরা দেখাতে পারবেন না বলেই চ্যালেঞ্জ জানান মলয়বাবু।
শস্য বিমার প্রিমিয়ামের এক অংশ দেন কৃষক। বাকিটা দেয় রাজ্য ও কেন্দ্র সরকার। কোনও পক্ষ টাকা না দিলেই বাতিল হয় বিমা। বামেদের বক্তব্য, শস্য বিমার জন্য রাজ্যের দেওয়ার কথা প্রায় ৮০ কোটি টাকা। বিমা সংস্থাগুলি বার বার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্য তা দেয়নি। সাংবাদিক বৈঠকে মদনবাবু বিমা সংস্থার চিঠির প্রতিলিপি পেশ করে বলেন, “কৃষকদের কাছ থেকে সমবায়গুলি বিমার টাকা কেটে নিলেও রাজ্য তার অংশ দেয়নি। ফলে বিমা সংস্থাগুলি সমবায় থেকে টাকা নিতে অস্বীকার করেছে। কৃষকরা টাকা দিয়েও বিমার সুযোগ থেকে বঞ্চিত হলেন।”
কেন্দ্র শস্য বিমা চালু করেছিল বাম আমলে। তৃণমূল ক্ষমতায় এসে ২০১১ সালে শস্য বিমার টাকা না দিলেও পরে তা চালু করে। যদিও মদনবাবুর দাবি, “তৃণমূল ক্ষমতায় এসেই প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে চাষের ক্ষতি হলেও ২০১২-’১৩ সালে ক্ষতিপূরণ পাবেন না কৃষকরা।” কৃষিমন্ত্রীর দাবি, “চলতি বছরে শস্য বিমায় ক্ষতিপূরণ পাওয়া নিয়ে কোনও অসুবিধা নেই।”
গত বছর কৃষকরা ধানের ন্যায্য দাম পাননি। তার পুনরাবৃত্তি এড়াতে খাদ্য দফতর এ বার ধানের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে। ধানকলগুলিকে লেভির জন্যও নির্দেশ দিয়েছে। মদনবাবুর তবু অভিযোগ চাষিরা ধান ও আলুর দাম পাচ্ছেন না। তাঁর কথায়, “ধানের ন্যায্য দাম, শস্য বিমার টাকা ইত্যাদি দাবিতে আগামী দিনে প্রতি ব্লকে সভা করা হবে। বিডিও-কে স্মারকলিপি দেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.