ইন্দাসে শ্রমিকদের তাঁবুতে হামলা, মারধর ও এক তরুণীকে ধর্ষণের ঘটনার বুধবার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। কাউকে ধরতেও পারেনি। তবে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন ধর্ষণের অভিযোগকারী ওই তরুণী। সোমবার গভীর রাতে ইন্দাসের হাসপাতাল মোড়ে রাস্তা সংস্কারের কাজ করতে আসা শ্রমিকদের তাঁবুতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল এবং কয়েকটি পিচের ড্রাম লুঠ করে এক মহিলাকে মারধর ও এক তরুণীকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ওই দিনই বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। পুলিশের দাবি, ডাক্তারি পরীক্ষায় তাঁর দেহে কোনও বাহ্যিক বা অভ্যন্তরীণ চোটের চিহ্ন মেলেনি। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “এই ঘটনার পিছনে কোনও বড় চক্র জড়িত আছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পিচ চুরি করতে আসা দুষ্কৃতীরা এই ঘটনার যুক্ত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত কিছু সূত্র মিলেছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত চলছে।”
|
অবৈধভাবে পাথর ও বালি চুরি বন্ধের দাবিতে ছাতনা ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের কাছে বুধবার স্মারকলিপি দিল বিজেপি। দলের জেলা সহ সভাপতি জীবন চক্রবর্তীর অভিযোগ, শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে কালো পাথর চুরি করা হচ্ছে, শুধু তাই নয় এলাকার গন্ধেশ্বরী নদী ও দারকেশ্বর নদ থেকে বালি চুরির মত ঘটনা ঘটছে, অবিলম্বে এইসব ঘটনার বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি। ছাতনার ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জীব সরকার বলেন, “অবৈধভাবে পাথর ও বালি চুরির ঘটনা রুখতে আমাদের অভিযান চলছে।”
|
বিজ্ঞানের সুযোগ সুবিধা সকলের ঘরে পৌঁছে দেওয়াই নয়, প্রতিটি মানুষকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সম্প্রতি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এবং হিউম্যনিস্টস অ্যাসোসিয়শনের কেন্দ্রীয় কমিটির বার্ষিক সম্মেলন হয়েছে আদ্রায়। আদ্রায় রেলের নর্থ ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে ওই দুই সংগঠনের ২৮তম ও ২০তম বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজ্যের ৮৬ জন প্রতিনিধি।
|
গভীর রাতে বরাবাজারের সিন্দরি বাজারে আগুন লেগে একটি মিষ্টির দোকান ও লাগোয়া একটি গুমটি পুড়ে গেল। মিষ্টি ব্যবসায়ী বাসুদেব সেন বলেন, “রাত ১২টায় দোকানে আগুন লাগে। কী ভাবে আগুন লাগল জানি না।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মিষ্টির দোকানের উনুনের ওপর রাখা কাঠ থেকে আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল আসার আগেই সব পুড়ে যায়।
|
জুয়ার আসর থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বারিকুল থানার ঝিলিমিলি গ্রামের একটি পাড়ায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে ওই জুয়ার আসর থেকে কিছু টাকা, খেলার সরঞ্জাম-সহ তিন জন স্থানীয় বাসিন্দাকে ধরা হয়েছে। বুধবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে তাঁদের জামিন মঞ্জুর হয়। |