নির্দিষ্ট কোম্পানির পাম্পসেট কেনার জন্য কৃষি দফতরের কর্মীরা চাষিদের চাপ দিচ্ছেন। এমনই অভিযোগ তুলে পুরুলিয়া জেলা কৃষি দফতরে বুধবার বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলেন আড়শা ব্লকের চাষিরা। হেঁসলা, বীরচালি, লছমনপুর, গুড়াহাটা, গন্ধবাজার, নুনিয়া, সেনাবনা, জামবাদ-সহ বিভিন্ন গ্রামের চাষিরা এ দিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। |
পুরুলিয়া কৃষি দফতরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
হেঁসলা গ্রামের বাসিন্দা রঘুনন্দন মাহাতো, বীরচালির বাসিন্দা গণেশচন্দ্র মাহাতো, গন্ধেশ্বর মাহাতো ও লছমনপুরের বাসিন্দা মহেন্দ্রনাথ মাহাতোর অভিযোগ, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলায় এসে জানিয়ে গিয়েছেন, আমরা চাষ করার জন্য কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে সেচের কাজের জন্য পাম্পসেট কিনতে পারব। সে ক্ষেত্রে সরকার থেকে কিছু আর্থিক সহায়তা পাওয়া যাবে। সেই মোতাবেক আমরা আড়শা ব্লক কৃষি দফতরে আবেদন করি। কিন্তু আমাদের একটি বিশেষ কোম্পানির পাম্পসেট নিতে বলা হচ্ছে। অন্য পাম্পসেট চাইলে তা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।”
তাঁদের দাবি, এলাকার চাষিরা যে পাম্পসেট ব্যবহার করেন, তাঁরা সেই পাম্পসেট কিনতে চান। এই বিষয়টু তাঁরা জেলা কৃষি আধিকারিকদের জানান। জেলা উপ কৃষি অধিকর্তা দিব্যেন্দু দাস বলেন, “আড়শা থেকে আসা চাষিদের সমস্যা নিয়ে কথা বলেছি। সরকারি বিধিতে বলা হয়েছে, ডিজেল বা বিদ্যুতে চলবে এমন পাম্পসেট চাষিরা কিনতে পারবেন।”.আড়শা কৃষি দফতরের কর্মীদের বিরুদ্ধে তোলা অভিযোগ তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। |