স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সম্মেলন উপলক্ষে সোমবার ঝালদা-১ ব্লকে হয়েছে মহিলা ফুটবল প্রতিযোগিতা। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্য থেকে আটটি দল যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছে মাঠারি-খামার গ্রাম পঞ্চায়েত এলাকার দাঁতিয়া গ্রামের সরস্বতী ক্লাস্টার। ফাইনালে তারা পুস্তি গ্রাম পঞ্চায়েতের ভাকুয়াডি গ্রামের শ্রীগণেশ ক্লাস্টারকে ২-০ গোলে পরাজিত করে। এই সম্মেলন উপলক্ষে কবাডি প্রতিযোগিতাও হয়েছে। কবাডিতে চ্যাম্পিয়ন হয় ঝালদা-দঁড়দা পঞ্চায়েতের তানাসির গঙ্গাধাম ক্লাস্টার। তারা ওই পঞ্চায়েতের অর্জুনডি গ্রামের মহাশক্তি ক্লাস্টারকে পরাজিত করে। ঝালদা-১ ব্লক সংলগ্ন মাঠে খেলা হয়েছে। উদ্যোক্তা ছিল, কৃষি নিয়ে জেলায় কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
|
মানভূম ক্রীড়া সংস্থা আয়োজিত পুরুলিয়া ‘এ’ ডিভিসন ক্রিকেটে (পুরুলিয়া মহকুমা) চ্যম্পিয়ন হল জিমন্যাস্টিক (নডিহা)। গত রবিবার পুরুলিয়া শহরের হিলভিউ ময়দানে ফাইনালে তারা ইয়ুথ ইউনাইটেডকে ৭ উইকেটে পরাজিত করে। সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমে ব্যাট করে ইয়ুথ ইউনাইটেড ১৩৭ রান করে। তাদের হয়ে বিজয় সাহানি ৪৩ রান করেন। জিমন্যাস্টিকের হয়ে বিশ্বরূপ মাহাতো ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে জিমন্যাস্টিক ৩ উইকেটে রান তুলে নেয়। জিমন্যাস্টিকের হয়ে প্রকাশ সিংহ ৭৫ রান করেন।
|
আগামী রবিবার নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে পাত্রসায়র একাদশ ও হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব। পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব ওই টুর্নামেন্টের আয়োজন করেছে। বুধবার হাটকৃষ্ণনগর হাইস্কুল ফুটবল মাঠে প্রথম সেমিফাইনালে পাত্রসায়র একাদশ ৭৮ রানে হারিয়েছে বাঁকুড়া একাদশকে। প্রথমে ব্যাট করতে নেমে পাত্রসায়র একাদশ ৬ উইকেট খুইয়ে ১৫৮ রান করে। পরে ব্যাট করতে নেমে বাঁকুড়া একাদশ ১৪ ওভারে সব উইকেট হারিয়ে ৮০ রান করে। অন্য দিকে, শনিবার দ্বিতীয় সেমিফাইনালে হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব ৪৩ রানে হারায় ইন্দাস জেসিটিকে। প্রথমে ব্যাট করে অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব ১৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৯৪ রান করে। ইন্দাস জেসিটি ১১.৪ ওভারে ৫১ রানে ইনিংস শেষ করে।
|
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ান পরিচালিত রামসুধীর চন্দ্র উইনার্স ট্রফি ও লেউল দত্ত স্মৃতি রানার্স কাপ নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর কমলা সঙ্ঘ। মঙ্গলবার পাত্রসায়র ক্রিকেট মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে সোনামুখী ই এফ জি এইচ কর্নারকে ৭ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে সোনামুখীর দল ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯২ রান করে। জবাবে জয়কৃষ্ণপুর কমলা সঙ্ঘ ১১ ওভারে ৩ উইকেট খুইয়ে ওই রান টপকে যায়।
|
• প্যারা অলিম্পিকের পরে স্পেশাল অলিম্পিকেও জেলার মুখ উজ্জ্বল করল প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সল্টলেকের সাই ক্যাম্পাসে স্পেশাল অলিম্পিক (ভারত) আয়োজিত রাজ্য অ্যাথলেটিক মিটে বীরভূম জেলা থেকে ১৫ জন যোগ দিয়েছিল। তার মধ্যে ১১ জনই এক বা একাধিক পদক পেয়েছে। ৯টি সোনা, ৫টি রুপো, ২টি ব্রোঞ্জ পেয়েছে। পদকজয়ীরা হল সদাইপুরের জামথলিয়ার আব্বাস আহমেদ, দুবরাজপুরের ঘোঘার কর্ণ হাজরা, নলহাটির নওয়াপাড়ার সারজিনা খাতুন, সিউড়ির অঙ্কিতা সরকার ও সুজয়া রায়, হেতমপুরের স্নেহা পাল, মুরারইয়ের কাহিনগরের মহাজামিন আকতার, সাঁইথিয়ার নিরিশার কৃষ্ণা দাস ও জয়ন্ত অঙ্কুর, মহম্মদবাজারের খড়িয়ার রুবি মাহারা, জামথলিয়ার আইয়াস আহমেদ, দুবরাজপুরের মৃণাল দাস। জেলার দায়িত্বপ্রাপ্ত স্পেশাল অলিম্পিকের কোচ (স্টেট লেভেল) শুকদেব চক্রবর্তী বলেন, “প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের শিখরে ওঠা যায়, তা ওরা দেখিয়ে দিল।”
• বীরভূম ভেটারেন্স স্পোর্টস ক্লাব এবং বোলপুর ইয়ং টাউন ক্লাবের যৌথ উদ্যোগে শ্রীনিকেতন মাঠে মঙ্গলবার হয়েছে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় বাংলাদেশের গগুরা সোনালি অতীত ফুটবল ক্লাবের মুখোমুখি হয় বীরভূম ভেটারেন্স ক্লাব। ২-২ গোলে ড্র হয়। উদ্বোধন করেন বিশ্বভারতীর শারীর শিক্ষা বিভাগের প্রধান অশোক গুন।
• গত ২-৪ মার্চ মানবাজারের গোপালনগর শুভায়ন ক্লাবের উদ্যোগে সিন্দুরপুরে ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। ক্লাবের সম্পাদক বদনচন্দ্র মাহাতো জানান, যুব ও ক্রীড়া দফতরের আর্থিক সহযোগিতায় খেলার প্রসার ঘটাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। |