টানা ১৭ বছর ধরে কীর্তন উৎসবের আয়োজন করে আসছে নানুরের কীর্তন উৎসব কমিটি। গত শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত হওয়া এ বারের উৎসব অনুষ্ঠিত হল স্থানীয় বিশলাক্ষী মন্দির চত্বরে। বীরভূম ছাড়াও কলকাতা, দার্জিলিং, নবদ্বীপ প্রভৃতি জায়গায় এগারোটি দল পালা র্কীতন পরিবেশন করেছে। বীরভূম ও আশেপাশের জেলার শতাধিক ভক্ত দিনরাত জেগে সেই কীর্তন শুনেছেন। তাঁদের প্রত্যেক দিন চারবেলা করে খাওয়ার ব্যবস্থা করেছিল কীর্তন উৎসব কমিটিই। কমিটি হরিনাম কীর্তনের দল নিয়ে ৮০টি গ্রামে মুষ্টিভিক্ষা করে উৎসবের খরচ তুলেছে।
|
প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে লিপিকা প্রেক্ষাগৃহে গত শুক্রবার থেকে শুরু হওয়া কবিতা উৎসব শেষ হল। এই কবিতা উৎসবে দেশের বিভিন্ন ভাষার কবি ও সাহিত্যিকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন ওপার বাংলার কবিরাও। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, সাহিত্য অকাদেমি ও বিশ্বভারতীর অধ্যাপকসভার সহযোগিতায় কলকাতার ‘আবৃত্তিলোক’ এই উৎসবের আয়োজন করেছিল। তিন দিনের এই অনুষ্ঠানে কবিতা পাঠ, গান, আবৃত্তি, আলোচনা, রবীন্দ্র সঙ্গীত ও পথ নাটিকা হয়েছে। উপস্থিত ছিলেন সাহিত্য অকাদেমির সচিব কে শ্রীনিবাসরাও, কবিপত্নী স্বাতী গঙ্গোপাধ্যায়, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, আশ্রমিক ও পাঠ ভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর, সাহিত্যিক নবনীতা দেবসেন, রবীন্দ্র ভবনের অধিকর্তা তপতি মুখোপাধ্যায়, কবি শ্রীজাত প্রমুখ। |