টুকরো খবর |
বাংলাদেশ ভবন হচ্ছে বিশ্বভারতীতে
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
বাংলাদেশ সরকারের অনুরোধে শান্তিনিকেতনে একটি ‘বাংলাদেশ ভবন’ করতে উদ্যোগী হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বাংলাদেশে দীর্ঘ সময় থাকার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানকার মানুষের দৈনন্দিন জীবন, প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক পড়ে উঠেছিল। সেই সম্পর্কের কথা কবি ছিন্নপত্র, ছোট গল্প ও উপন্যাসে নানা ভাবে উল্লেখ করেছেন। তাই বাংলাদেশের সঙ্গে রবীন্দ্রনাথের আত্মিক সম্পর্কের কারণে বিশ্বভারতীতে পড়তে আসা ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনে একটি ‘বাংলাদেশ ভবন’ তৈরির কথা বার বার বাংলাদেশের সরকারি মহলে বলে আসছেন। রবীন্দ্রনাথের জন্মের দেড়শো বছর উপলক্ষে রবীন্দ্রভবনের আবেদনক্রমে বাংলাদেশ সরকার রবীন্দ্রনাথের ব্যবহৃত দু’টি বোটের রেপ্লিকা উপহার দিয়েছিল। সেই সময়ই বাংলাদেশ ভবন গড়ার কথা ওঠে। এর আগে জাপানের বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও অনুরাগী কাজুও আজুমার উদ্যোগে শান্তিনিকেতনে গড়ে উঠেছে নিপ্পনভবন, তান ইউনিশানের উদ্যোগে গড়ে উঠেছে চিনভবন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন ভবনে বাংলাদেশের ২০ জনের মত ছাত্রছাত্রী পড়াশোনা করেন। প্রায় মাস খানেক আগে বাংলাদেশের শিক্ষাসচিব শান্তিনিকেতনে এসে ফের বাংলাদেশ ভবন গড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সেই মতো জমি দেখা হচ্ছে বলে বিশ্বভারতীর এক আধিকারিক জানিয়েছেন।
|
কর্মী নিয়োগে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কংগ্রেসের পরে এ বার সেচ দফতরে নিয়োগের বিরোধিতা করল সিপিএমের যুব সংগঠন। সেচ দফতরের ময়ূরাক্ষী উত্তর ক্যানালের রামপুরহাট মহকুমা বিভাগীয় অফিসে ৩৩ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিরোধীতায় বুধবার রামপুরহাট মহকুমাশাসকের কাছে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাল সিপিএমের যুব সংগঠনের রামপুরহাট শহর লোকাল কমিটি। এ দিন দুপুরে সংগঠনের পক্ষে মিছিল করে অবৈধ নিয়োগ বাতিল করার দাবি জানানো হয়। সংগঠনের সম্পাদক অমিতাভ সিংহের অভিযোগ, “বহিরাগত যুবকেরা নিয়োগপত্র নিয়ে এসে কাজে যোগ দিয়েছে। কিসের ভিত্তিতে নিয়োগ হল তার কোনও তথ্য নিয়োগ পত্রে নেই।” অমিতাভ সিংহের দাবি, অবৈধভাবে নিয়োগের ফলে যুব সমাজের কাছে ভুল বার্তা যাচ্ছে। অন্য দিকে, সংগঠনের সভাপতি পার্থ মজুমদারের অভিযোগ, “সেচ বিভাগে দীর্ঘদিন অস্থায়ীভাবে কর্মরত ১১ জনকে অন্যায় ভাবে ছাঁটাই করা হয়েছে এবং সেই পদে ৩৫ জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে।” তাঁরা অবৈধ নিয়োগ বাতিল করে ১১ জনকে কাজে পুনরায় বহাল করার দাবি জানিয়েছেন। রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।”
|
ধৃতের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে ধৃতের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দিল বোলপুর আদালত। সহকারী সরকারি আইনজীবী জয়ন্ত পণ্ডিত বলেন, “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃত শেখ শাহাজাহানকে আগামী শুক্রবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন এবং ওই মামলার কেস ডায়েরিও ওই দিন আদালতে জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।” পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বোলপুর শহরের নতুনপুকুর এলাকায় মঙ্গলবার বিকেলে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছিল ওই পরীক্ষার্থী। অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতে শেখ শাহাজাহানকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি।
|
তরুণ আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ট্রেন লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতের নাম শুভাশিস চট্টোপাধ্যা (১৮)। বাড়ি সাঁইথিয়ার কুশুমযাত্রা গ্রামে। সে আমোদপুর জয়দুর্গা হাইস্কুলের ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে শুভাশিস আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাত ন’টা নাগাদ আমোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় গলা কাটা দেহ পাওয়া যায়। একমাত্র সন্তানকে হারিয়ে কথা বলার মতো অবস্থায় ছিলেন না বাবা দেবাশিসবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে। |
|